ভিড় নিয়ন্ত্রণ করে কীভাবে চলবে মেট্রো, সিদ্ধান্তে পৌঁছতে ফের আগামিকাল বৈঠক

সিদ্ধান্ত নিতে ফের শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। তবে এবার বৈঠক হবে মেট্রো ভবনে। থাকবেন বিভিন্ন দফতরের আধিকারিকরা।

Updated By: Sep 3, 2020, 02:36 PM IST
ভিড় নিয়ন্ত্রণ করে কীভাবে চলবে মেট্রো, সিদ্ধান্তে পৌঁছতে ফের আগামিকাল বৈঠক
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আগামী ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে চলতে পারে মেট্রো। তবে ভিড় নিয়ন্ত্রণ করতে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা বৃহস্পতিবারের বৈঠকে চূড়ান্ত হল না।

সিদ্ধান্ত নিতে ফের শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। তবে এবার বৈঠক হবে মেট্রো ভবনে। থাকবেন বিভিন্ন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: গুঁড়িয়ে দিল সব রেকর্ড! গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৮৩,৮৩৩ জন
এদিন নবান্নের বৈঠকে রাজ্যের তরফে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। ভিড় ঠেকাতে কী কী ব্যবস্থা তা নিয়েই মূলত আলোচনা। তবে নবান্নের বৈঠকে চূড়ান্ত হয়েছে, আগামী ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে মেট্রো চলতে পারে। প্রাথমিকভাবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে সপ্তাহে ৬দিন।

.