চতুর্থীতে বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো
Updated By: Sep 22, 2017, 08:17 PM IST
![চতুর্থীতে বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো চতুর্থীতে বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/22/94345-metro11111.jpg)
ওয়েব ডেস্ক: শারদোত্সব উপলক্ষে আগামী রবিবার বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো। শুক্রবার মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
মেট্রোর ঘোষণা অনুসারে, রবিবার সাধারণত তারা ১১০ জোড়া ট্রেন চালানো হয়। কিন্তু চতুর্থীতে ঠাকুর দেখার ভিড় সামলাতে ২২৪ জোড়া ট্রেন চালাবে তারা। সকাল ৮টা থেকে রাত ৯.৫৫ মিনিট পর্যন্ত চলবে মেট্রো।
পুজোর ভিড় সামাল দিতে আগে থেকেই কোমর বেঁধেছে কলকাতা মেট্রো। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয়েছে সমস্ত মেট্রো স্টেশনে। টোকেনের বদলে কাগজের টিকিটের ব্যবস্থা করেছে মেট্রো রেল।