'পুজোর জন্য চাহিদা মতো বিদ্যুৎ মজুত রাখা হচ্ছে', আশ্বাস বিদ্যুৎমন্ত্রী শোভনদেবের
এবার ৮৪১৪ মেগাওয়াট চাহিদা ধরা হয়েছে পুজোর দিনগুলিতে।
নিজস্ব প্রতিবেদন : করোনার জন্য মাঝে চাহিদা কমলেও, সেপ্টেম্বরের শেষে এসে ফের আগের মতো বিদ্যুতের চাহিদা ফিরল গোটা রাজ্যে। কর্মাশিয়াল এবং রেসিডেন্সিয়াল দুটি ভাগেই চাহিদা ফিরেছে।
প্রসঙ্গত, করোনার জন্য ২২ শতাংশ চাহিদা পড়ে গিয়েছিল। মার্চের শুরুতে গোটা রাজ্যে বিদ্যুতের চাহিদা ছিল ৮ হাজার মেগাওয়াট। হিসেব বলছে, সেটা মাঝে কমে গিয়েছিল। কিন্তু আনলক পর্ব শুরু হতেই, এখন আগের মতো বিদ্যুতের চাহিদা আবার ফিরে এসেছে। অর্থাত, আনলক পর্বে কলকারখানায় আবার কাজ শুরু হতেই বিদ্যুতের চাহিদা বেড়েছে, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।
এখন সামনেই পুজো আসছে। রাজ্য বিদ্যুৎ দফতর বলছে, পুজোর জন্য প্রস্তুত তারা। গতবারের মতো এবারও বিদ্যুতের চাহিদা প্রায় একই রাখা হয়েছে। এবার ৮৪১৪ মেগাওয়াট চাহিদা ধরা হয়েছে পুজোর দিনগুলিতে। রাজ্য বিদ্যুত দফতরের কথায়, গতবারের মতো এবার আর কয়লাখনির উপর ভরসা করতে হবে না। রাজ্যের ঝুলিতেই যথেষ্ট বিদ্যুত মজুত রয়েছে।
মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আবেগের সঙ্গে সমঝোতা নয়। চাহিদা মতো বিদ্যুৎ মজুত রাখা হচ্ছে। অনেক ক্লাব বলেছে কম আলো লাগবে। তাও আমরা প্রস্তুত।"
আরও পড়ুন, বউবাজারে রূপান্তরকামী মহিলার শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত অ্যাডিশনাল ওসি