সংস্কারের অভাবে ধুঁকছে শহরের শতাব্দী প্রাচীন ঘাটগুলি

রাজ্য সরকারের সৌন্দর্যায়ন মিশনে ব্রাত্য হয়েছে শতাব্দী প্রাচীন ঘাটগুলি। সংস্কারের অভাবে ধুঁকতে থাকা  শহরের ঘাটগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। সংস্কারের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের ওপর যাবতীয় দায় চাপিয়েছে কলকাতা পুরসভা। কোথাও রাস্তায় লাগানো হয়েছে নীল সাদা রঙ তো কোথাও আবার ত্রিফলা আলোর ঝলকানি। শহর সৌন্দর্যায়ন নিয়ে কলকাতা পুরসভার এই মাতামাতির মাঝেই  কলকাতার শতাব্দী প্রাচীন ঘাটগুলি তুলে ধরছে বেহাল ছবি।

Updated By: Dec 27, 2014, 07:35 PM IST
সংস্কারের অভাবে ধুঁকছে শহরের শতাব্দী প্রাচীন ঘাটগুলি

কলকাতা: রাজ্য সরকারের সৌন্দর্যায়ন মিশনে ব্রাত্য হয়েছে শতাব্দী প্রাচীন ঘাটগুলি। সংস্কারের অভাবে ধুঁকতে থাকা  শহরের ঘাটগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। সংস্কারের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের ওপর যাবতীয় দায় চাপিয়েছে কলকাতা পুরসভা। কোথাও রাস্তায় লাগানো হয়েছে নীল সাদা রঙ তো কোথাও আবার ত্রিফলা আলোর ঝলকানি। শহর সৌন্দর্যায়ন নিয়ে কলকাতা পুরসভার এই মাতামাতির মাঝেই  কলকাতার শতাব্দী প্রাচীন ঘাটগুলি তুলে ধরছে বেহাল ছবি।

পুরসভার তথ্যই বলছে এই মুহুর্তে কলকাতার শোচনীয় ঘাট গুলির হালহকিকত।

শোভাবাজার ঘাট, নিমতলা শ্মশান লাগোয়া ঘাট, বরানগর ঘাট,বাগবাজার ঘাটের একাংশ, মোদী ঘাট, পি কে টেগোর ঘাট।

কলকাতা পুরসভার অধীনে রয়েছে মোট ৪৮টি ঘাট। কিন্তু সৌন্দর্যায়ণের নামে সংস্কার হয়েছে শুধুমাত্র  দুটি ঘাটের।

সংস্কারের প্রশ্ন উঠলেই যাবতীয় দায় কেন্দ্রের ওপরই চাপাতে ব্যস্ত কলকাতা পুরসভা।

উল্টে কলকাতা পুর কর্তৃপক্ষের দাবি, তাদের সদিচ্ছার জন্যই বেশ কিছু ঘাট সংস্কার হয়েছে।

যদিও এবিষয়ে রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

 

.