Covid 19 Positive: NRS, ন্যাশনাল মেডিক্যাল কলেজে শতাধিক করোনা আক্রান্ত, কলকাতার CBI দফতরে পজিটিভ ১৩

কোভিড যোদ্ধাদের উপর করোনার থাবা।

Updated By: Jan 5, 2022, 01:57 PM IST
Covid 19 Positive: NRS, ন্যাশনাল মেডিক্যাল কলেজে শতাধিক করোনা আক্রান্ত, কলকাতার CBI দফতরে পজিটিভ ১৩

নিজস্ব প্রতিবেদন: এবার কোভিড যোদ্ধাদের উপর করোনার থাবা। করোনা আক্রান্ত কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ১০৭ জন। কলকাতার NRS হাসপাতালেও একশোর বেশি কোভিড পজিটিভ। 

জানা গিয়েছে কলকাতার ন্য়াশনাল মেডিক্যালে ১৮২ জনের করোনা পরীক্ষা হয়। যাঁদের মধ্য়ে ১০৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরা সকলেই আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি NRS হাসপাতালেও একশো জনের বেশি করোনা পজিটিভ। যাঁদের মধ্যে রয়েছেন ৩৫ জনের বেশি নার্সিং স্টাফ। এছাড়া ইনটার্ন, হাউস স্টাফ মিলিয়ে শতাধিক করোনা আক্রান্ত। মঙ্গলবারই করোনা আক্রান্ত হন NRS হাসপাতালের প্রিন্সিপাল সৈবাল মুখোপাধ্য়ায়।        

কলকাতা এবং রাজ্য পুলিসের পর কলকাতার CBI দফতরেও করোনার হানা। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১৩ জন অফিসারের উপর কোভিডের কোপ পড়েছে। সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেস, দুই অফিসেই সংক্রমণ ছড়িয়েছে। বুধবার থেকেই অফিস স্যানিটাইজেশনের কাজ শুরু হবে। ৪০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিসের ১২১ জন। যাঁদের মধ্যে ৮ জন IPS অফিসার রয়েছেন। রাজ্য পুলিসে করোনা আক্রান্ত ৫ আইপিএস অফিসার-সহ ৭৬ জন। 

মঙ্গলবারই দ্বিতীয় ঢেউ-র চুড়োকে ছাপিয়ে গিয়েছে কলকাতা! পজিটিভি রেটেও রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। মঙ্গলবারের রিপোর্ট বলছে, রাজ্যে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। মঙ্গলবারের পরিসংখ্য়ান বলছে, একদিনে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। গোটা রাজ্যে পজিটিভিটি রেট ১৮.৯৬। স্বাস্থ্য দফতর (Helth Department of West Bengal) সূত্রে খবর , কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৫৯। পজিটিভিটি রেটে শীর্ষে এই শহর। কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.৬৩। হাওড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় পজিটিভিটি রেট যথাক্রমে ২৪.৯৯, ১৮.৯৪, ১৮.৯৩, ১৮.৫৭।        

আরও পড়ুন: BJP Bengal: "বঙ্গ বিজেপিতে আমার গুরুত্ব নেই", নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ

আরও পড়ুন:  Sana Ganguly Corona Positive: এবার করোনা আক্রান্ত সৌরভকন্যা সানা, কোভিডে আক্রান্ত পরিবারের একাধিক সদস্য

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.