মশারির ভিতর মশা আঁকার প্রতিযোগিতা!
ডেঙ্গি সচেতনতায় অভিনব উদ্যোগ। মশারি টাঙিয়ে মশা আঁকার প্রতিযোগিতা। ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষে অভিনব বসে আঁকো প্রতিযোগিতা। উদ্যোক্তা বাগুইআটি ইউথ ফোরাম। মশারির ঘেরাটোপে মনের সুখে ছবি আঁকল কচিকাঁচারা।
নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গি সচেতনতায় অভিনব উদ্যোগ। মশারি টাঙিয়ে মশা আঁকার প্রতিযোগিতা। ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষে অভিনব বসে আঁকো প্রতিযোগিতা। উদ্যোক্তা বাগুইআটি ইউথ ফোরাম। মশারির ঘেরাটোপে মনের সুখে ছবি আঁকল কচিকাঁচারা।
আরও পড়ুন: চিকিত্সায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যু, হাসপাতালে তাণ্ডব রোগীর পরিবারের
বাচ্চাদের আজ পৌষমাস। আর ওই খুদে শয়তানদের আজ সর্বনাশ। খলনায়কদের ঘেঁটি ধরে ওদের ছুড়ে ফেলে দিল কচিকাঁচারা। বড্ড বাড় বেড়েছে মশককুলের। দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে ডেঙ্গি। জমা জলে মনের সুখে ডিম পাড়ছে ওরা। হুল ফোটাচ্ছে, শুষে নিচ্ছে রক্ত। কানের কাছে ঘ্যানঘ্যান করা খুদে শয়তানদের আচ্ছা করে শিক্ষা দিল বাগুইআটির খুদেরা।
আরও পড়ুন: 'পদ্মাবতী' বিতর্কে নবীনা হলের সামনে বিক্ষোভ বজরং দলের
ডেঙ্গি রুখতে মশারি টাঙিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এই উদ্যোগ সত্যিই অভিনব বটে! শহর জুড়ে ওদের বাড়বাড়ন্ত যতই হোক, বাগুইআটিতে গিয়ে আর ট্যাঁ ফোঁ করার কোনও চান্সই পাচ্ছে না খুদে শয়তানরা।