জল নিয়ে বচসার জেরে গার্ডেনরিচে গুলিতে খুন
পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে দুই ভাড়াটের বচসার জেরে গুলি চলল গার্ডেনরিচের ব্যানার্জি বাগান এলাকায়। এক ভাড়াটের গুলিতে খুন হলেন আরেক ভাড়াটে। নিহতের নাম মনোজ যাদব। ঘটনার পর থেকে অভিযুক্ত দীপক চৌধুরী এবং সঞ্জীব চৌধুরী ফেরার।
পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে দুই ভাড়াটের বচসার জেরে গুলি চলল গার্ডেনরিচের ব্যানার্জি বাগান এলাকায়। এক ভাড়াটের গুলিতে খুন হলেন আরেক ভাড়াটে। নিহতের নাম মনোজ যাদব। ঘটনার পর থেকে অভিযুক্ত দীপক চৌধুরী এবং সঞ্জীব চৌধুরী ফেরার।
রবিবার সকালে পুরসভার পানীয় জলের কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। গার্ডেনরিচের ব্যানার্জি বাগান এলাকার একই বাড়ির বাসিন্দা দীপক এবং সঞ্জীব চৌধুরীর সঙ্গে বচসা বাধে ট্যাক্সি চালক মনোজ যাদবের। সকালের ঝামেলার রেশ ধরে বিকেলে রাস্তার মোড়ে ফের দুজনের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেসময় সঞ্জীব নিজের একনলা বন্দুক থেকে মনোজকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে মনোজের বুকে।
রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকেরা মনোজকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয়দের অভিযোগ, বচসার সময় সঞ্জীবের হাতে বন্দুক তুলে দিয়েছিল তার ভাই দীপক।
বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী সঞ্জীব চৌধুরী এবং তার ভাই দীপক ঘটনার পর থেকেই ফেরার। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে গার্ডেনরিচ থানার পুলিস। খুনে ব্যবহূত আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।