Narendra Modi in Bengal: বাংলা থেকেই লোকসভার প্রচার শুরু! মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে ৩টি সভা মোদীর

Narendra Modi in Bengal: সুকান্ত মজুমদার বলেন, অমিত শাহজির রাজ্যে আসার কোনও পরিকল্পনা এখনও হয়নি। তবে মাণনীয়  প্রধানমন্ত্রী রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে আগামী ১ মার্চ ও ২ মার্চ। আগামী ৬ তারিখেও উনি আসবেন।

Updated By: Feb 23, 2024, 09:29 PM IST
Narendra Modi in Bengal: বাংলা থেকেই লোকসভার প্রচার শুরু! মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে ৩টি সভা মোদীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এলাকায় যেতে হয়েছে ডিজিকে। পাশাপাশি, সন্দেশখালির ঘটনাকে মাথায় রেখেই নরেন্দ্র মোদীকে রাজ্যে আনার চেষ্টা করছিল রাজ্য বিজেপি। শেষপর্যন্ত বাংলায় নরেন্দ্র মোদী আসছেন। আর আসাই শুধু নয়, আগামী মাসেই রাজ্যে তিনটে সভা করবেন তিনি। এমনটাই খবর বিজেপি সূত্রে।

আরও পড়ুন-ভূতে ধরেছে ছাত্রীকে! পরীক্ষা হল থেকে হাসপাতাল, ছাড়িয়ে নিয়ে ওঝার কাছে অভিভাবকরা

রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ১ মার্চ আসছেন নরেন্দ্র মোদী। সভা করতে পারেন আরামবাগে। একসময় তৃণমূলের গড় হলেও আরামবাগ বিধানসভা এখন বিজেপির দখলে। আরামবাগের সাংসদ অবশ্য অপরূপা পোদ্দার। পাশাপাশি হুগলির সাংসদ রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সেদিক থেকে দেখতে গেলে জেলার বেশ খানিকটা অংশ এখন বিজেপির দখলে। পরদিনই কৃষ্ণনগরে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয় ৬ মার্চ বারাসতে বিজেপির মহিলা কর্মীদের সভায় যোগ দিতে পারেন তিনি। মোদীর সঙ্গে দেখা করতে পারেন সন্দেশখালির 'নির্যাতিতা' মহিলারা।

বিজেপি সূত্রে খবর ১ মার্চ ও ২ মার্চ প্রধানমন্ত্রীর রাজ্যে আসার বিষয়টি অনেকটাই এগিয়ে দিয়েছে। ফলে ১ মার্চ  আরামবাগে ও ২ মার্চ কৃষ্ণনগরের সভার আয়োজন করছে বিজেপি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। ফলে লোকসভা ভোটের আগেই রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন মোদী।

প্রধানমন্ত্রীর রাজ্যে আসা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অমিত শাহজির রাজ্যে আসার কোনও পরিকল্পনা এখনও হয়নি। তবে মাণনীয়  প্রধানমন্ত্রী রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে আগামী ১ মার্চ ও ২ মার্চ। আগামী ৬ তারিখেও উনি আসবেন। আপাতত ৩ দিন উনি আসছেন।

প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ওঁরা জানেন ভারতের বিভিন্ন জায়গায় বিজেপি হারবে। মরিয়া হয়েই পশ্চিমবঙ্গে গোলমাল পাকাতে আসছে। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বেশকিছু মিথ্যে প্রচার, কুত্সা করতে আসছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে থেকে উনি যদি ভোটের প্রচার শুরু করতে চান তাহলে বাংলা থেকেই ওঁর পরাজয়ের প্রচার শুরু হবে। এখানে মানুষে প্রধানমন্ত্রীর কাছে কৈফিয়ত চাইবে। সিপিএম বা বিজেপির কেউ এতদিন অভিযোগ করেননি. ফলে তাঁদের দলের লোকজনকে সাজিয়ে প্রধানমন্ত্রীর মঞ্চে হাজির করা হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.