রাজ্য প্রশাসনে সচিব স্তরে একগুচ্ছ বদল, কে পেলেন কোন দফতরের দায়িত্ব?
রাজ্য প্রশাসনের এই নতুন সচিব টিম ১ অক্টোবর থেকে দায়িত্বভার গ্রহণ করবে।
নিজস্ব প্রতিবেদন : রাজ্য প্রশাসনের সচিব স্তরে একগুচ্ছ বদল। আজই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আর নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন এইচ কে দ্বিবেদী। এর পাশাপাশি আরও অন্যান্য দফতরেও সচিব বদল হচ্ছে।
একনজরে দেখে নেওয়া যাক, কে পেলেন কোন দফতরের দায়িত্ব-
** জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের প্রধান সচিব হলেন রাজেশ পান্ডে।
** একইসঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রধান সচিব পদেও থাকছেন রাজেশ পান্ডে।
** নতুন পরিবহন সচিব হলেন রাজেশ সিনহা।
** অর্থসচিব হওয়ার পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার রইল মনোজ পন্থের হাতে।
** তথ্য সংস্কৃতি সচিব হলেন সান্ত্বনু বসু।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য প্রশাসনের এই নতুন সচিব টিম ১ অক্টোবর থেকে দায়িত্বভার গ্রহণ করবে। নতুন টিমকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহা পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়ুক্ত হচ্ছেন। ৩ বছরের মেয়াদে এই পদে বহাল হচ্ছেন তিনি।
আরও পড়ুন, দোমড়ানো-মোচড়ানো টিন, টুকরো টুকরো অ্যাজবেস্টাস! চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ