সল্টলেকে এনসেফ্যালাইটিসে মৃত তরুণী, কলকাতায় জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত ২

Updated By: Aug 15, 2014, 02:58 PM IST
সল্টলেকে এনসেফ্যালাইটিসে মৃত তরুণী, কলকাতায় জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত ২

আবারও এনসেফ্যালাইটিসে মৃত্যু কলকাতায়। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল বসিরহাটের তরুণী টুম্পা সাহার। গত ১২ অগাস্ট থেকে জ্বর ছিল তাঁর। শুক্রবার সকালে মারা যান তিনি।

অন্যদিকে, জাপানি এনসেফ্যালাইটিস থাবা বসাল কলকাতায়। আক্রান্তের চিকিত্‍সা চলছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিহারের আরার বাসিন্দা ওই ব্যক্তি কলকাতায় মেডিক্যাল কলেজের ইডেন হাসপাতাল কোয়ার্টারে থাকেন। ২৯ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। আক্রান্তের রক্তে জাপানি এনসেফ্যালাইটিসের ভাইরাস মিলেছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। তবে নিশ্চিত হওয়ার জন্য আক্রান্তের আরও একবার রক্ত পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।

অন্যদিকে জাপানি এনসেফ্যালাটিসে আক্রান্ত বছর আড়াইয়ের এক শিশুর চিকিত্‍সা চলছে এসএসকেএমের শিশুবিভাগে। আক্রান্ত আসরাফুল শেখের বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। গতকাল তার রক্তে জাপানি এনসেফ্যালাইটিসের ভাইরাস মিলেছে। 

.