আইনের দ্বারস্থ হতে পারেন পচনন্দা, বিপাকে সরকার

অপসরণ নিয়ে আইনের দ্বারস্থ হতে পারেন প্রাক্তন পুলিস কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে এই খবর পাওয়া গেছে। প্রকৃতপক্ষে আইন অনুসারে তাঁকে সরানোর ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে তা মানেনি রাজ্য সরকার। সিপির অপসারণ নিয়ে সিপি-কে পরিবর্তন করতে হলে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। কিন্তু তা যে নেওয়া হয়নি রাজ্যপালের এই সংক্রান্ত বক্তব্য থেকেই তা স্পষ্ট।

Updated By: Feb 16, 2013, 09:35 AM IST

অপসরণ নিয়ে আইনের দ্বারস্থ হতে পারেন প্রাক্তন পুলিস কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে এই খবর পাওয়া গেছে। প্রকৃতপক্ষে আইন অনুসারে তাঁকে সরানোর ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে তা মানেনি রাজ্য সরকার। সিপির অপসারণ নিয়ে সিপি-কে পরিবর্তন করতে হলে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। কিন্তু তা যে নেওয়া হয়নি রাজ্যপালের এই সংক্রান্ত বক্তব্য থেকেই তা স্পষ্ট।
কলকাতা পুলিসের কমিশনারকে সরিয়েও স্বস্তিতে নেই রাজ্য সরকার। পনের দিনের ছুটিতে গিয়েছেন রঞ্জিত কুমার পচনন্দা। ঘনিষ্ঠমহলে তিনি এ রাজ্য ছেড়ে সেন্ট্রাল সার্ভিসে যাওয়ার কথাও বলেছেন। যদিও তিনি আইনি পদক্ষেপ নিলে বিপাকে পড়তে হতে পারে রাজ্য সরকারকে। তাই পরিস্থিতি সামলাতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে সরকার।
রাজ্য সরকারও আইনগত এই জটিলতার প্রশ্নে তাই রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। বোঝানোর চেষ্টা চলছে এম কে নারায়ণনকে। কিন্তু প্রাক্তন পুলিস কমিশনারকে সরানো নিয়ে যে বিক্ষোভ তৈরি হয়েছে তাতে রঞ্জিত কুমার পচনন্দা যদি আইনের দ্বারস্থ হন তবে বিপাকে পড়বে রাজ্য সরকারই।

.