চলতি বছরেই প্রাইমারি ও আপার প্রাইমারিতে নিয়োগ
রাজ্যের প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলগুলিতে এবছরের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। এবিষয়ে প্রাইমারি বোর্ড ও স্কুল সার্ভিস কমিশনকে টার্গেট স্থির করে দেওয়া হয়েছে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
ওয়েব ডেস্ক : রাজ্যের প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলগুলিতে এবছরের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। এবিষয়ে প্রাইমারি বোর্ড ও স্কুল সার্ভিস কমিশনকে টার্গেট স্থির করে দেওয়া হয়েছে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রাইমারি ও আপার প্রাইমারির টেট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রাইমারি বোর্ড ও SSC -র তরফে নিয়োগের বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। প্রায় ৬০ হাজার পদে নিয়োগ হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
আরও পড়ুন, স্টেশনে এবার ১০ টাকার বিস্কুট প্যাকেটের জন্য খসতে পারে ৫০০ টাকাও!