শান্তিপ্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত

মাওবাদীদের সঙ্গে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মধ্যস্থতাকারীদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে একথাই জানিয়েছেন সুজাত ভদ্র। সাম্প্রতিক সব ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সুজাত ভদ্র জানিয়েছেন। বিষয়গুলি সব পক্ষকে জানানে হবে বলেও ঠিক হয়েছে বৈঠকে।

Updated By: Sep 29, 2011, 06:33 PM IST

মাওবাদীদের সঙ্গে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মধ্যস্থতাকারীদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে একথাই জানিয়েছেন সুজাত ভদ্র। সাম্প্রতিক সব ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা  হয়েছে বলে সুজাত ভদ্র জানিয়েছেন। বিষয়গুলি সব পক্ষকে জানানে হবে বলেও ঠিক হয়েছে বৈঠকে। জঙ্গলমহলে একের পর এক হত্যাকাণ্ডে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি মাওবাদীদের অভিযোগ ছিল, শান্তি প্রক্রিয়ার ব্যাপারে ঐকান্তিক নয় সরকার। সেকারণেই শান্তি প্রক্রিয়া চলাকালীন জঙ্গলমহলে অভিযান আরও কড়া হয় বলেই অভিযোগ ছিল তাদের। এই পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত যদিও শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখারই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

.