Sahid Diwas: ফের বাড়ছে করোনা! ২১ জুলাইয়ের সভা ভার্চুয়াল হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা
২ বছর পর ফের ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। রাজ্য়জুড়ে প্রচার চলছে জোরকদমে। আগামি মঙ্গলবার হাইকোর্টে মামলার শুননির সম্ভাবনা।
অর্ণবাংশু নিয়োগী: রাজ্য়ে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২১ জুলাই 'ভার্চুয়ালি নয়তো সমস্ত বিধি' মেনে সভার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। আগামি মঙ্গলবার মামলাটির শুনানির সভার সম্ভাবনা।
২০২০ আর ২০২১। করোনা সংক্রমণের কারণে ধর্মতলায় প্রকাশ্যে শহিদ সমাবেশ হয়নি তৃণমূলের। ২১ জুলাই দলের কর্মী-সমর্থকের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ২১ জুলাই ফের ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের শহিদ সমাবেশ।
আর বেশি দেরী নেই। রাজ্যজুড়ে ২১ জুলাইয়ের প্রচার চলছে জোরকদমে। ২০২৪-এ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার বিশেষ নজর উত্তরবঙ্গে। জলপাইগুড়ির ধূপগুড়িতে কর্মিসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জনসংযোগও।
আরও পড়ুন: Mahua Moitra: গ্রেফতার করতে হবে মহুয়া মৈত্রকে, বউবাজার থানার সামনে ধুন্ধুমার বিজেপির
এদিকে স্রেফ আক্রান্তের সংখ্য়াই বৃদ্ধিই নয়, রাজ্যে কোভিড পরবর্তী উপসর্গ নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। কীভাবে চিকিৎসা করা হবে? ইতিমধ্য়েই নির্দেশিকা জারি করেছে রাজ্য। এবার ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে।