লকডাউনের বাজারে খুলল নারকেলডাঙার মদের দোকান, ভিড় হঠাতে লাঠিচার্জ পুলিসের

পুলিসকে ঘিরে বিক্ষোভ ক্রেতাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিসের।

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Apr 15, 2020, 04:35 PM IST
লকডাউনের বাজারে খুলল নারকেলডাঙার মদের দোকান, ভিড় হঠাতে লাঠিচার্জ পুলিসের

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেও মদের দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা নারকেলডাঙায়। পুলিসকে ঘিরে বিক্ষোভ ক্রেতাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিসের।
২৭ এ নারকেলডাঙা মেইন রোডের ধারে পার্থ বসু নামে এক ব্যক্তির মদের দোকান। অভিযোগ, গত তিন চার দিন ধরেই লুকিয়ে মদ বিক্রি করছিলেন তিনি। বুধবার দুপুরে আচমকাই সব উপেক্ষা করে দোকান খুলে প্রকাশ্যেই মদ বিক্রি করতে শুরু করেন।  কয়েকশো মানুষ জমে যায় দোকানের সামনে।

ভারতের ৪ রাজ্যে ২ প্রজাতির বাদুড়ের শরীরে মিলল করোনাভাইরাস!
দোকানের লাইন বি সি রায় শিশু হাসপাতাল থেকে শুরু করে একদিকে ফুলবাগান মেট্রো স্টেশন এবং অন্যদিকে স্যার গুরুদাস হল্ট রেল ব্রিজ ছাড়িয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিস। পুলিসকে লক্ষ্য করে তেড়ে যায় মারমুখী জনতা। পরে পুলিশবাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

.