কলকাতা পুর এলাকার ভোটগ্রহণ কেন্দ্রের অর্ধেকেরও বেশি স্পর্শকাতর, চাঞ্চল্যকর রিপোর্ট পুলিসের
কলকাতা পুর এলাকার ভোটগ্রহণ কেন্দ্রের অর্ধেকেরও বেশি স্পর্শকাতর। নির্বাচন কমিশনে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিতে চলেছে কলকাতা পুলিস। কলকাতা পুরসভা এলাকায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১,৫০৪টি। তার মধ্যে ৭৮৬টি ভোটকেন্দ্রই স্পর্শকাতর বলে জানাচ্ছে কলকাতা পুলিস। দিনকয়েক আগেই কলকাতা পুলিসের কাছে এনিয়ে তথ্য জানতে চেয়েছিল কমিশন। আগামিকাল সেই রিপোর্ট জমা দিতে চলেছে কলকাতা পুলিস। রিপোর্টে কলকাতা পুলিসের আওতাভুক্ত চারটি ডিভিশনকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
ওয়েব ডেস্ক: কলকাতা পুর এলাকার ভোটগ্রহণ কেন্দ্রের অর্ধেকেরও বেশি স্পর্শকাতর। নির্বাচন কমিশনে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট জমা দিতে চলেছে কলকাতা পুলিস। কলকাতা পুরসভা এলাকায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১,৫০৪টি। তার মধ্যে ৭৮৬টি ভোটকেন্দ্রই স্পর্শকাতর বলে জানাচ্ছে কলকাতা পুলিস। দিনকয়েক আগেই কলকাতা পুলিসের কাছে এনিয়ে তথ্য জানতে চেয়েছিল কমিশন। আগামিকাল সেই রিপোর্ট জমা দিতে চলেছে কলকাতা পুলিস। রিপোর্টে কলকাতা পুলিসের আওতাভুক্ত চারটি ডিভিশনকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, কলকাতার পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের মিছিলে হামলার ঘটনায় উদ্বিগ রাজ্য নির্বাচন কমিশন।ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে রিপোর্ট তলব করল কমিশন। রিপোর্ট চাওয়া হয়েছে নগরপালের কাছ থেকে। নগরপালকে আজকের ঘটনারও বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে কমিশন।