শুধু পেঁয়াজ নয়, আগুন সবজি ও মাছের বাজারেও

আগুন লেগেছে আগুন। সচিন তেন্ডুলকরের ২০০তম টেস্ট ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। জল্পনা চলছে বিদায়ী ম্যাচে তাঁর শতরানের সম্ভাবনা নিয়েও। আর এ সবের মধ্যেই সবাইকে কাঁদিয়ে সেঞ্চুরি করে ফেলল আরও একজন। সে হল পেঁয়াজ। লাগাতার ঝোড়ো ইনিংস চলছিলই। সব ছাপিয়ে মঙ্গলবার একশো ছুঁলো এক কেজি পেঁয়াজ।

Updated By: Oct 23, 2013, 12:32 PM IST

আজকের বিতর্ক: বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে না? জিনিসের দাম বাড়ায় কী ভাবে প্রভাবিত আপনি? আপনার কী মনে হয়, কী ভাবে নেভানো যায় এই আগুন? মতামত জানান নিচের comment-এ।
আগুন লেগেছে আগুন। সচিন তেন্ডুলকরের ২০০তম টেস্ট ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। জল্পনা চলছে বিদায়ী ম্যাচে তাঁর শতরানের সম্ভাবনা নিয়েও। আর এ সবের মধ্যেই সবাইকে কাঁদিয়ে সেঞ্চুরি করে ফেলল আরও একজন। সে হল পেঁয়াজ। লাগাতার ঝোড়ো ইনিংস চলছিলই। সব ছাপিয়ে মঙ্গলবার একশো ছুঁলো এক কেজি পেঁয়াজ।
তবে আগুন শুধু পেঁয়াজের বাজারেই নয় চড় চড় করে বাড়ছে অন্য সমস্ত সবজির দামও। গোটা দেশের সঙ্গে কলকাতারও বাজারে চড়া দরের ছাপ পড়েছে। আজ সকালে মানিকতলা বাজারে সবজির দাম:
পটলের দাম কিলোপ্রতি ৫০ থেকে ৬৫ টাকা
কুমড়ো কিলোপ্রতি ৫০ টাকা
পেঁপে কিলোপ্রতি ১৫ টাকা
করলা কিলোপ্রতি ১০৫ টাকা
লঙ্কা কিলোপ্রতি ১০০ টাকা
তবে বাজার যখন অগ্নি মূল্য। তখন বাজার কোথায় বাজর দর নিয়ন্ত্রণে রাখার টাস্ক ফোর্স? তা নিয়ে উঠছে প্রশ্ন। এ দিন সকালে শহরের বাজার ঘুরেও দেখা মিলছে না টাস্ক ফোর্সের। মূল্য নিয়ন্ত্রণে রাখার কোনও উদ্যোগ নেই একনটাই অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। ফলে এখনই বাজার দর কমার কোনও চিহ্ন নেই। এ কথা মনছেন বিক্রেতারাও। নাজেহাল মধ্যবিত্ত।
আমরা যোগাযোগ করেছিলাম রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরুপ রায়ের সঙ্গে। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্সের ঔদাসিন্যের কথা মানতে চাননি তিনি। অরূপ রায়ের পাল্টা দাবি, "টাস্ক ফোর্স বাজারে রয়েছে। চলছে নজরদারিও।" পেঁয়াজর দর বাড়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন চাহিদা মত পেঁয়াজের জোগান না থাকায় বাড়ছে দাম। তিনি আরও বলেন, "ভর্তুকি দিয়ে পেঁয়াজের বিক্রি করছে সরকার।" বাজারের পরিস্থিতি নিয়ে ৩০ তারিখ বৈঠকে বসছে টাস্ক ফোর্স।

.