রাজপথে প্রতিবাদ মিছিল নোনাডাঙার গৃহহারাদের
নোনাডাঙার উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে, মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দিল উচ্ছেদ প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্ছেদ হওয়া বস্তিবাসী এবং বিভিন্ন গনসংগঠনের সদস্যরা।
নোনাডাঙার উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে, মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দিল উচ্ছেদ প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্ছেদ হওয়া বস্তিবাসী এবং বিভিন্ন গনসংগঠনের সদস্যরা। কিন্তু মিছিল ধর্মতলায় পৌঁছলে মহাকরণ থেকে পুলিস মারফত্ জানিয়ে দেওয়া হয়, সেখানে গিয়ে স্মারকলিপি দিতে পারবে না কমিটির প্রতিনিধি দল।
এরপরই মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালীন অবস্থানে বসেন তাঁরা। পরে বস্তিবাসীদের চাপের মুখে সিদ্ধান্ত বদল হয়। উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে দেখা করে স্মরকলিপি নেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব।