অপেক্ষা আর তিন মাস, খুঁটি পুজো দিয়ে শুরু হয়ে গেল পুজোর কাউন্ট ডাউন
পুজোর বাকি এখনও প্রায় তিন মাস। কিন্তু তার আগেই কলকাতায় পূজোর ঢাকে কাঠি পড়ে গেল। রথযাত্রার দিনে খুঁটি পূজো হল কলকাতার বিভিন্ন ক্লাবে। ত্রিধারা সম্মিলনী থেকে নব উদয় সংঘ,পূজোর আনুষ্ঠানিক সূচনা ঘিরে সর্বত্রই ছিল উত্সবের আমেজ।বৃষ্টি ছাড়াই রামধনু। আকাশে নয়, রচনা-গার্গী রামধনু জুটি রবিবার হাজির ছিলেন দেশপ্রিয় পার্কে ত্রিধারা সংঘের খুঁটি পূজোয়। পূজোর বাকি এখনও তিন মাস। তবে তারকা জুটির পূজোর প্ল্যান শুরু এখন থেকেই।
পুজোর বাকি এখনও প্রায় তিন মাস। কিন্তু তার আগেই কলকাতায় পূজোর ঢাকে কাঠি পড়ে গেল। রথযাত্রার দিনে খুঁটি পূজো হল কলকাতার বিভিন্ন ক্লাবে। ত্রিধারা সম্মিলনী থেকে নব উদয় সংঘ,পূজোর আনুষ্ঠানিক সূচনা ঘিরে সর্বত্রই ছিল উত্সবের আমেজ।বৃষ্টি ছাড়াই রামধনু। আকাশে নয়, রচনা-গার্গী রামধনু জুটি রবিবার হাজির ছিলেন দেশপ্রিয় পার্কে ত্রিধারা সংঘের খুঁটি পূজোয়। পূজোর বাকি এখনও তিন মাস। তবে তারকা জুটির পূজোর প্ল্যান শুরু এখন থেকেই।
রাজডাঙা নব উদয় সংঘের খুঁটি পুজোয় এদিন হাজির ছিলেন আবীর চট্টোপাধ্যায়।
থিমের প্রতিযোগিতাই এখন কলকাতার পুজোর আসল আকর্ষণ। বেশির ভাগ পুজো কমিটির থিমই থাকে রহস্যে ঢাকা। চলে প্রতিদ্বন্দ্বী শিবিরে হানা দিয়ে গোয়েন্দাগিরি। সেটা ঘিরেও তৈরি হয় নানা নাটকীয় পরিস্থিতি। খুঁটি পুজোর দিন অবশ্য খোলামেলা আবহই পাওয়া গেল সন্তোষপুরের সাউথ অ্যাভেনিউ ক্লাবে। কর্মকর্তারা জানিয়ে দিলেন, তাঁদের এবারের পুজোর থিম ওর্য়াল্ড কাপ।