পুজোর বাহার

কোথাও সাবেকিয়ানা, কোথাও বা থিম পুজোর আধিক্য । কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবার দর্শনার্থীদের নজর টানতে তৈরি ছোট-বড় সব পুজোই।

Updated By: Oct 2, 2011, 05:34 PM IST

কোথাও সাবেকিয়ানা, কোথাও বা থিম পুজোর আধিক্য । কলকাতার উত্তর থেকে
দক্ষিণ এবার দর্শনার্থীদের নজর টানতে তৈরি ছোট-বড় সব পুজোই। কারোর ভাবনায়
মহাকাশের উপগ্রহ আবার কারোর মণ্ডপে উঠে এসেছে ভিনদেশের বজরা।   
জলের ওপর দাঁড়িয়ে প্রায় পঞ্চান্ন ফুটের বজরা। মায়ানমারের এই বজরার আদলেই মণ্ডপ।
মায়ানমার, নেপাল ও তাইওয়ানে বুদ্ধের যেরকম রূপ দেখা যায়
সেই রূপই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভেতর।
প্রায় তিন মাস ধরে তৈরি হয়েছে বেলেঘাটা সন্ধানী ক্লাবের এই মণ্ডপ।
লেকটাউন নতুন পল্লীর এবারের মণ্ডপ ভাবনা শুভর কাছে অশুভের পরাজয়। মণ্ডপ
তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে পুরনো জিনস।
গাছের বিভিন্ন রুপ দিয়ে তৈরি হয়েছে লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপ।
এখানে দেবীর হাতে কোনও অস্ত্র নেই। 
মহাকাশের গ্রহ উপগ্রহদের আদলেই তৈরি হয়েছে শ্রীভূমি স্পোর্টিং
ক্লাবের মণ্ডপ।
পঞ্চমীর রাতেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহর। আলোয় আলোকিত হয়েছে
কলকাতার উত্তর,দক্ষিণ ও মধ্য কলকাতার বিভিন্ন মণ্ডপগুলি।

Tags:
.