Exclusive: ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী ডাক পেলেও বহাল বিতর্ক

কলকাতার মহানাগরিক প্রশ্ন তোলেন যে ইচ্ছাকৃতভাবে এমন দিনে এই অনুষ্ঠান করা হচ্ছে যেদিন মুখ্যমন্ত্রী শহরে থাকবেন না। যদিও এই সব প্রকল্প তাঁর ঘোষণা করা এবং তাঁর রেলমন্ত্রী থাকাকালীন সময় এই সব প্রকল্পের অনুমোদন নেওয়া হয়। ফলত ফিরহাদ হাকিম রেলের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ তোলেন। 

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Jul 10, 2022, 07:28 PM IST
Exclusive: ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী ডাক পেলেও বহাল বিতর্ক

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সোমবার উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো। এবার সেই উদ্বোধনে আমন্ত্রন পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও রেলের তরফে বিভিন্ন স্থানীয় মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদেরকে আমন্ত্রন জানানো হবে বলে জানা গিয়েছে।

রেলের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে জানা গিয়েছে আগামীকাল শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম-সহ স্থানীয় সাংসদ এবং বিধায়কদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের মধ্যে থাকা হাওড়া এবং শিয়ালদহ অঞ্চলের সব সাংসদ এবং বিধায়কদেরকেই আমন্ত্রণ জানানো হবে।

ফলত মুখ্যমন্ত্রী এবং মেয়রের পাশাপাশি মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Dumdum Airport: উড়ানের সময়ে আটকে গেল বিমানের চাকা, বিপত্তি কলকাতা বিমানবন্দরে

প্রাথমিকভাবে রেলের যে সিদ্ধান্ত হয় সেখানে প্রজেক্ট অঞ্চলের জনপ্রতিনিধিদের আমন্ত্রন জানানো হয়। সেই হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পরেশ পালকে আমন্ত্রন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে বিভিন্ন মহল থেকে বিতর্ক তৈরি হয়। কলকাতার মহানাগরিক প্রশ্ন তোলেন যে ইচ্ছাকৃতভাবে এমন দিনে এই অনুষ্ঠান করা হচ্ছে যেদিন মুখ্যমন্ত্রী শহরে থাকবেন না। ফলত ফিরহাদ হাকিম রেলের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ তোলেন। 

সোমবার বিকেল ৫টায় উদ্বোধন অনুষ্ঠান। অথচ মুখ্যমন্ত্রী পূর্ব ঘোষণা মতো আগেই রওনা দেবেন উত্তরবঙ্গের উদ্দেশে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.