ফোন করে বললাম দেখা করে এক কাপ চা খেয়ে যাব, কুণাল-সাক্ষাৎ 'সৌজন্য' বললেন Rajib

শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়িতে যান রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। 

Updated By: Jun 12, 2021, 09:32 PM IST
ফোন করে বললাম দেখা করে এক কাপ চা খেয়ে যাব, কুণাল-সাক্ষাৎ 'সৌজন্য' বললেন Rajib

নিজস্ব প্রতিবেদন: সৌজন্য সাক্ষাৎ। রাজনীতির কোনও কথা হয়নি। কুণালের উত্তর কলকাতার বাড়ি থেকে বেরিয়ে একথাই জানালেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। একই দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।          

শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে যান রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। সেখানে প্রায় দেড় ঘণ্টা ছিলেন। এই দেড় ঘণ্টায় একটাও রাজনৈতিক কথা হয়নি বলে দাবি করলেন কুণাল-রাজীব দুজনেই। কুণাল ঘোষ বলেন,''এটা সৌজন্য সাক্ষাৎ। রাজীব পুরনো পরিচিত। এক অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছেন। আমার সঙ্গে ফোনে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। ঘটনাচক্রে বাড়িতেই ছিলাম। এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ।''

দেড় ঘণ্টায় 'সৌজন্য সাক্ষাৎ'ই হয়েছে বলে দাবি করলেন রাজীবও (Rajib Banerjee)। তাঁর কথায়,''কুণাল ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরে দাদা তথা বন্ধুর সম্পর্ক। এখানে অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছিলাম। তাই মনে হল কুণালদা বাড়িতে থাকলে একটু দেখ করব। একটা ফোন করে বললাম, দেখা করে এক কাপ চা খেয়ে যাব। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।''

কিন্তু দেড় ঘণ্টা ধরে শুধুই সৌজন্য সাক্ষাৎ? রাজীবের (Rajib Banerjee) বক্তব্য,''কুণালদার সঙ্গে শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়র তো একটা জায়গায় দেখা হয়েছিল।রাজনীতিতে সৌজন্য থাকবে না! এত প্রশ্নের কী আছে?''

শুক্রবার মুকুলের দলবদলের পর থেকে কারা কারা তৃণমূলে ফিরবেন, তা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। দিন কয়েক আগে বিজেপিকে ফেসবুকে বিঁধেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। সূত্রের খবর, দলবদলে ইচ্ছুকদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে সেই 'দায়িত্বপ্রাপ্ত' নেতার বাড়িতে রাজীবের পদার্পণ নিছকই সৌজন্য নয় বলে মনে করছে রাজনৈতিক মহল।                  

আরও পড়ুন- আগামী সপ্তাহে ফুলবদল? বিকেলে TMC নেতা কুণালের বাড়িতে হাজির Rajib

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.