Sandip Ghosh: সংসার আর চলছে না! জেলবন্দি সন্দীপ এবার ভাঙাতে চান ফিক্সড ডিপোজিট...

Sandip Ghosh: তরুণী চিকিত্‍সক  ধর্ষণ ও খুনের সূত্রে ধরেই সামনে এসেছে আরজি করে 'দুর্নীতি'। অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিট গঠন করেছিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর।  কিন্তু এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।  সন্দীপকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Updated By: Oct 17, 2024, 08:24 PM IST
Sandip Ghosh: সংসার আর চলছে না! জেলবন্দি সন্দীপ এবার ভাঙাতে চান ফিক্সড ডিপোজিট...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হেফাজতে সন্দীপ ঘোষ। ব্যাঙ্কে যে অ্য়াকাউন্টগুলি রয়েছে, সেগুলিও আপাতত ফ্রিজ করে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পারিবারিক ও অন্য়ন্য় খরচ চালাবেন কী করে? ব্য়াঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। মামলাটি শুনানি হতে পারে বিচারপতি বিভাস পট্টনায়েকের এজলাসে।

আরও পড়ুন:  Kunal Ghosh: ডা. অভিজিত্‍ চৌধুরী সারদার কত টাকা নিয়েছেন, তদন্তসূত্র দিতে CBI দফতরে কুণাল...

ঘটনাটি ঠিক কী?  তরুণী চিকিত্‍সক  ধর্ষণ ও খুনের সূত্রে ধরেই সামনে এসেছে আরজি করে 'দুর্নীতি'। অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিট গঠন করেছিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর।  কিন্তু এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।  সন্দীপকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে আর্থিক বেনিয়মে  অভিযোগে তদন্তে সন্দীপকে জেরা করেছে ইডি-ও। ক্য়ানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে আরজি করে প্রাক্তন অধ্যক্ষের একটি বাংলোর হদিশ মিলেছে। সঙ্গে নিউটাউন লাগোয়া হাতিয়ারা নোয়াপাড়ায় ৩ তলা বাড়ি, বেলেঘাটায় ২ ফ্ল্য়াটও। কীভাবে এত সম্পত্তি করলেন? তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

এর আগে, আরজি দুর্নীতি মামলায় হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সন্দীপ।. তখন অবশ্য তিনি নিজেই সিবিআইয়ের হেফাজতে।  অভিযোগ ছিল, তাঁর বক্তব্য না শুনেই আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অকারণে আরজি করে মহিলা চিকিত্‍সককে খুন ও ধর্ষণের সঙ্গে দুর্নীতি মামলাটি জুড়ে দেওয়া হয়েছে। হাইকোর্ট যে মন্তব্য় করেছে, সেই মন্তব্যটি প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তিনি। মামলাটি অবশ্য খারিজ হয়ে যায়।

আরও পড়ুন:  Doctors Protest| KMC: 'পুলিসকে ক্ষমা চাইতে হবে', পুরসভায় বিক্ষোভ তপোব্রতের সহকর্মীদের..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.