'সব ঠিক থাকলে বাংলায় ল্যান্ডস্লাইড হবে', হুঙ্কার শিবরাজের
"কেন্দ্রের সব প্রকল্প নিজের নামে চালিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি।" তোপ মামাজির।
নিজস্ব প্রতিবেদন : বুধবার খড়গপুরের পর আজ বৃহস্পতিবার পানিহাটিতে সভা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের সভা। তার আগে এদিন সকালে কালীঘাট মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মন্দির থেকে বেরিয়ে শিবরাজ সিং চৌহান জানালেন, সকলের মঙ্গল কামনাতেই পুজো দিয়েছেন তিনি। সকলের যাতে শুভ বুদ্ধি উদয় হয়, সকলের যাতে ভালো হয়, সেই প্রার্থনা-ই তিনি করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ঘরের দোরগোরায় অবস্থিত কালীঘাট মন্দির। আর সেই কালীঘাট মন্দিরে দাঁড়িয়েই শিবরাজ সিং হুঙ্কার দিলেন, "সব ঠিক থাকলে বাংলায় ল্যান্ডস্লাইড হবে।"
আরও পড়ুন, "মা-মেয়ের সম্পর্ক বড়মা-মুখ্যমন্ত্রীর", ঠাকুরনগরের সভা থেকে সদর্পে দাবি ফিরহাদের
এদিন ফের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি তোপ দাগেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিস কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনাকে এদিনও কটাক্ষ করেন শিবরাজ সিং চৌহান। বলেন, "আমি কখনও দেখিনি একজন মুখ্যমন্ত্রী কোনও অফিসারের হয়ে ধরনায় বসছেন।"
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সারদা চিটফান্ডের বাড়বাড়ন্ত হয়েছিল, রমরমা বেড়েছিল বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কেন্দ্রে মোদী সরকার তাঁর সরকারের প্রকল্প 'টুকছে'। সেই দাবি খারিজ করে দিয়ে শিবরাজ সিং চৌহান পাল্টা অভিযোগ করেন, "কেন্দ্রের সব প্রকল্প নিজের নামে চালিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি। সব তো একই প্রকল্প, তবু তিনি সব নিজের নামে চালাচ্ছেন।"
আরও পড়ুন, দল চাইলে লোকসভা নির্বাচনে লড়তে রাজি, জানালেন শিবরাজ সিং চৌহান
উল্লেখ্য, বুধবার খড়্গপুরের সভা থেকেই শিবরাজ সিং চৌহান হুঁশিয়ারি দেন, তৃণমূল প্রশাসন যদি কপ্টার আটকানোর চেষ্টা করে, তবে গাড়িতে সভা করতে যাবেন বিজেপি নেতারা। গাড়ি আটকালে বিজেপি নেতারা হেঁটে মানুষের কাছে পৌঁছবে বলেও চ্যালেঞ্জ ছোঁড়েন তিনি। আর এরপর আজই পানিহাটিতে গাড়িতে সভা করতে যাচ্ছেন মামাজি।