প্রেসিডেন্সিতে শ্যামাপ্রসাদের নামের ওপর কালি
রবিবার রাতে কেউ বা কারা এভাবেই কালি লাগিয়ে দিয়ে যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামফলকে। সঙ্গে সঙ্গেই নড়ে চড়ে বসে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। খবর পৌছয় শিক্ষামন্ত্রীর কাছেও। পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত। বলছেন পার্থ চট্টোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ফের কালিমালিপ্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। গতরাতে শ্যামাপ্রসাদের নামফলকে কেউ বা কারা কালি লাগিয়ে দিয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটি গড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। পিছনে কি অতি বামপন্থীরা? তদন্তে পুলিস।
আরও পড়ুন: বিচারকের পরামর্শ না মেনে বিচ্ছেদ চেয়ে অনড় শোভন
রবিবার রাতে কেউ বা কারা এভাবেই কালি লাগিয়ে দিয়ে যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামফলকে। সঙ্গে সঙ্গেই নড়ে চড়ে বসে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। খবর পৌছয় শিক্ষামন্ত্রীর কাছেও। পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত। বলছেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: বিধায়ক দীপালি ঘোষের আত্মীয়ের দোকানের সামনে চিপসের প্যাকেট, ভিতরে মজুত অস্ত্র
নিরাপত্তার ঘেরাটোপে থাকে প্রেসিডেন্সি। তার মধ্যে কীভাবে ঘটল এই ঘটনা? এর আগে বিশ্ববিদ্যালয় থেকে চুরি হয়ে গিয়েছে মাইক্রোস্কোপ। এবার ফলকে কালি। এখানেই উঠছে প্রশ্ন।
কে বা কারা করল এই কাজ? প্রেসিডেন্সিতে সক্রিয় এসএফআই ও আইসি। তাহলে কি পিছনে রয়েছে অতি বামপন্থী কোনও সংগঠন?