ঘোষনা হয়নি প্রার্থীতালিকা, এখনই প্রচার শুরু সোমেন মিত্রর

লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন উত্তর কলকাতায় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সোমেন মিত্র। তৃণমূল থেকে ফের কংগ্রেসে যোগ দেওয়ার পর এটাই সোমেন মিত্রের প্রথম নির্বাচনী সভা। তা ছাড়া, এই কেন্দ্রে কংগ্রেস কর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ফলে তাঁর এ দিনের প্রচার নিয়ে আগ্রহ ছিল দেখার মতো। ভোটের দিন ঘোষণায় এখনও বেশ কয়েকদিন বাকি। কংগ্রেস কবে তার প্রার্থী তালিকা দিল্লি থেকে ঘোষণা করবে তা নিয়ে জল্পনা অব্যাহত। এর মধ্যেই উত্তর কলকাতায় নির্বাচনী প্রচার শুরু করে দিলেন সোমেন মিত্র।

Updated By: Mar 1, 2014, 11:29 PM IST

লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন উত্তর কলকাতায় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সোমেন মিত্র। তৃণমূল থেকে ফের কংগ্রেসে যোগ দেওয়ার পর এটাই সোমেন মিত্রের প্রথম নির্বাচনী সভা। তা ছাড়া, এই কেন্দ্রে কংগ্রেস কর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ফলে তাঁর এ দিনের প্রচার নিয়ে আগ্রহ ছিল দেখার মতো। ভোটের দিন ঘোষণায় এখনও বেশ কয়েকদিন বাকি। কংগ্রেস কবে তার প্রার্থী তালিকা দিল্লি থেকে ঘোষণা করবে তা নিয়ে জল্পনা অব্যাহত। এর মধ্যেই উত্তর কলকাতায় নির্বাচনী প্রচার শুরু করে দিলেন সোমেন মিত্র।

কিন্তু নাম না ঘোষণা হতেই কেন প্রচারে সোমেন মিত্র? তার কারণ, কংগ্রেসের বেয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে একমাত্র চূড়ান্ত হয়ে রয়েছে উত্তর কলাকাতায় সোমেন মিত্রের নামই। এখন শুধু ঘোষণার অপেক্ষা। দেশের পনেরোটি আসনকে মডেল আসন হিসেবে চিহ্নিত করেছিলেন রাহুল গান্ধী। তার মধ্যে উত্তর কলকাতা একটি। এই সব কেন্দ্রে দলের কর্মীরাই ভোট দিয়ে চূড়ান্ত করবেন তাঁদের প্রার্থীর নাম। উত্তর কলকাতা থেকে সোমেন মিত্র ছাড়া কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি, তাই তিনিই একমাত্র প্রার্থী। সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে ফেরা সোমেন মিত্রকে প্রার্থী পেয়ে রীতিমতো উজ্জীবিত কর্মীরাও।

উত্তর কলকাতায় এ বার জমজমাট লড়াই। বামপ্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। তৃণমূলের প্রার্থী সম্ভবত সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী রাহুল সিনহা। এবং কংগ্রেসের সোমেন মিত্র। ফলে হেভিওয়েটদের লড়াই এবং ভোট কাটাকাটিতে শেষ পর্যন্ত উত্তর কলকাতার ব্যাটন এ বার কার হাতে থাকে, তা নিয়ে স্নায়ুযুদ্ধের লড়াই শুরু হয়ে গেল শনিবার সন্ধেবেলায়।

.