Netaji, বিবেকানন্দের বই না পড়ে উপর উপর কথা বলছেন! ভোটের রাজনীতি : Sougata Roy
"নেতাজির জন্মদিন জানলেও মৃত্যুদিন জানা নেই। আজও অজানা। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে।" তোপ TMC MP Sougata Roy এর।
নিজস্ব প্রতিবেদন : নেতাজি (Netaji), বিবেকানন্দ, রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপির (BJP) টানাটানি সবটাই ভোটের কারণে। সাংবাদিক বৈঠকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। চাঁছাছোলা ভাষায় তাঁর তীব্র কটাক্ষ, "ওরা কি নেতাজি বা বিবেকানন্দের কোনও বই পড়েছেন? অনুবাদও কী পড়েছেন? সেসব না পড়ে উপর উপর কথা বলছেন।"
একইসঙ্গে তিনি বলেন, "নেতাজির জন্মদিন জানলেও মৃত্যুদিন জানা নেই। আজও অজানা। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে। নেতাজি সংক্রান্ত নথি প্রকাশ করার জন্য দাবি জানানো হয়েছিল। সেটাও আজ পর্যন্ত করা হয়নি।" উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গড়েছে ভারত সরকার। যে কমিটির শীর্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবারই ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে একথা জানা গিয়েছে।
আগামী বছর জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি (Netaji) জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সুভাষচন্দ্রের অসম সাহসিকতা, উপনিবেশবাদ প্রতিরোধে তাঁর বিপুল অবদান এবং দেশবাসীর মঙ্গলবিধানে তাঁর গভীর চিন্তার জন্যই তাঁকে সারা বছর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এপ্রসঙ্গে টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নেতাজী সুভাষ বোসের সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পন্ডিত, সৈনিক ও শ্রেষ্ট এই জননেতার ১২৫তম জন্ম জয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন, আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপিত করি। https://t.co/BSjzs32fNa
— Narendra Modi (@narendramodi) December 21, 2020
Netaji Subhas Bose’s bravery is well-known. A scholar, soldier & statesman par excellence, we are soon to commence his 125th Jayanti celebrations. For that, a high-level committee has been formed. Come, let us mark this special occasion in a grand manner! https://t.co/kJedlpOHIU
— Narendra Modi (@narendramodi) December 21, 2020
যদিও এর সবটাই ভোটবাক্সের রাজনীতি বলে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। পাল্টা সৌগত রায় (Sougata Roy) এদিন বলেন, ইতিমধ্যেই নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবিতে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তিনি আরও তোপ দাগেন, "রবীন্দ্রনাথের জায়গা রাজনীতি করার জায়গা নয়। বিশ্বভারতীতে বিজেপির নেতারা ঢুকে পরেন। উত্তরায়ণ, উপাসনা গৃহে যদি কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহারা ঢুকে যায়, এটা ঠিক নয়। আমরা এর তীব্র নিন্দা করছি।"
(এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি)
আরও পড়ুন, 'GDP ১০ বছরে বেড়েছে ৫৩ শতাংশ, শিল্প বৃদ্ধির হারে দেশে পঞ্চম বাংলা,' জবাব TMC-র