পদ্মর বাড়বাড়ন্তে আর গোষ্ঠীকোন্দল ঠেকাতে চাপে তৃণমূল, ডাকা হল জেলাস্তরের সব নেতাদের

পদ্মর বাড়বাড়ন্তে আর গোষ্ঠীকোন্দল ঠেকাতে চাপে তৃণমূল, ডাকা হল জেলাস্তরের সব নেতাদের

Updated By: Jun 8, 2014, 08:25 PM IST

একদিকে বিজেপি-র উত্থান, অন্যদিকে গোষ্ঠীকোন্দল। জোড়া ধাক্কায় কিছুটা অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। গোষ্ঠীকোন্দল রুখতে কড়া পদক্ষেপ করছে দল। এমাসেই তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয়েছে জেলাস্তরের সব নেতাদের।

৪২ আসনের মধ্যে ৩৪ টি আসনে জয়। তা-ও আবার কারও সঙ্গে জোট না করেই। তবু কি অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়? লোকসভা ভোটে বিজেপি-র ফল তো মুশকিলে ফেলেইছে, তার সঙ্গে বেপরোয়া গোষ্ঠীদ্বন্দ্ব। দলে ব্যাপক রদবদল করে সমস্যা সামলাতে গিয়ে নতুন সমস্যা। চিন্তা বাড়িয়েছেন শুভেন্দু অধিকারীরা।

কার্যত তৃণমূলের নম্বর টু মুকুল রায়কে চ্যালেঞ্জ ছুড়ে অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। সিন্ডিকেটের দখল নিয়ে শনিবার তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে রক্তারক্তি ঘটে যায় নিউটাউনে।

তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি বললেন, ড্যামেজ কন্ট্রোলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জোড়া-ফুলে কোন্দল ঠেকাতে নেত্রীর কড়া দাওয়াইগুলি এক নজরে--

গোষ্ঠীকোন্দলে জড়ানো যাবে না বলে জেলাস্তরের নেতাদের স্পষ্ট নির্দেশ

গোষ্ঠীকোন্দলে জড়িত প্রমাণ মিললে দল থেকে বহিষ্কার করা হবে

তৃণমূল ভবনে ডেকে পাঠানো হচ্ছে জেলাস্তরের সব নেতাদের

বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিমকে

.