পর্বতারোহনকে অর্জুন পুরস্কারের আওতায় আনার দাবি রাজ্যের

পর্বতারোহণকে অর্জুন পুরস্কারের আওতায় আনা হোক। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে চলেছে রাজ্য। পর্বতারোহণ ও অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসকে উত্সাহ দিতে ৫০ টি ক্লাবকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। জানিয়েছেন, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

Updated By: Nov 24, 2016, 03:50 PM IST
পর্বতারোহনকে অর্জুন পুরস্কারের আওতায় আনার দাবি রাজ্যের

ওয়েব ডেস্ক : পর্বতারোহণকে অর্জুন পুরস্কারের আওতায় আনা হোক। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে চলেছে রাজ্য। পর্বতারোহণ ও অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসকে উত্সাহ দিতে ৫০ টি ক্লাবকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। জানিয়েছেন, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

এবছর রাজ্য থেকে যাঁরা এভারেস্ট জয় করেছেন, তাঁদের রাধানাথ শিকদার সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। মরণোত্তর সম্মানে ভূষিত হলেন এভারেস্টজয়ী সুভাষ পাল ও সদ্যপ্রয়াত প্রদীপ সাহু।

আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মীদের বেতন সময়েই হবে, জানালেন মুখ্যসচিব

নোটের পর এবার কয়েন সমস্যা শহরে!

.