ছাত্র মৃত্যু নিয়ে চাঞ্চল্য, অভিযোগের তির বাবার দিকে
দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মহেশতলা থানার সোনামুখীতে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে সাগ্নিক রায়চৌধুরী নামের দশম শ্রেণীর ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে।
দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মহেশতলা থানার সোনামুখীতে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে বাবাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে সাগ্নিক রায়চৌধুরী নামের দশম শ্রেণীর ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে।প্রতিবেশীদের অভিযোগ বাবার মারেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। সেই অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানায় নিয়ে আসা হয়েছিল সাগ্নিকের বাবা বাউলগানের শিল্পী অলক রায়চৌধুরীকে। পরে তাঁকে গ্রেফতারকরা হয়। জানা গেছে বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র সাগ্নিক স্কুলের প্রিটেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি। পুজোর ছুটিতে বাড়ি এলেও সেকথা বাবা মাকে জানায়নি সাগ্নিক। গতকাল স্কুল থেকে ফোন করে তার বাড়িতে সে খবর জানানো হলে বিকেলে সাগ্নিককে মারধর করেন অলকবাবু। তারপর রাতে বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় সাগ্নিকের। মৃতদেহের পাশে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। কিন্তু সেই নোটের হাতের লেখা আদৌ সাগ্নিকের কিনা তা নিয়ে সংশয় রয়েছে পুলিসের। ঘটনার খবর জানাজানি হতেই অলকবাবুর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা।