ঘোলায় জোড়া আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা শুরু করল পুলিস

ঘোলায় জোড়া আত্মহত্যার চেষ্টার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা শুরু করল পুলিস। শনিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রী দীপশিখা দামের বাবা।

Updated By: Feb 2, 2012, 11:11 AM IST

ঘোলায় জোড়া আত্মহত্যার চেষ্টার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা শুরু করল পুলিস। শনিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রী দীপশিখা দামের বাবা। সেই অভিযোগের ভিত্তিতে ৩০৬ ধারায় মামলা শুরু করল পুলিস । স্কুলের পাশাপাশি সুদীপ্তর বাবা এবং মায়ের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। সুদীপ্তর মায়ের বিরুদ্ধে ৩০৪এ ধারায় মামলা শুরু করেছে পুলিস।   
বুধবার সন্ধেয় নিউ ব্যারাকপুরের সুদীপ্তর বাড়ির পাঁচতলা থেকে ঝাঁপ দেয় দীপশিখা দাম ও সুদীপ্ত চাকী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপশিখার। সুদীপ্ত ঘাড়ে, মাথায় ও কোমরে গুরুতর চোট নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার কিছু সময় পর সুদীপ্তর মা মীনাক্ষি চাকী ঘটনাস্থলে উপস্থিত হন এবং সুদীপ্তকে একটি অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যান। কিন্তু রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকে দীপশিখা। প্রতিবেশীদের অভিযোগ, তাঁদের বারবার অনুরোধ সত্ত্বেও দীপশিখাকে হাসপাতালে নিয়ে যেতে রাজি হননি সুদীপ্তর মা। পরে পুলিস এসে দীপশিখাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দীপশিখার বাবার অভিযোগ, ঠিক সময় হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাঁর মেয়েকেও প্রাণে বাঁচানো যেত।
মৃত্যুর তদন্তে নেমে পুলিস মোটামুটি নিশ্চিত, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় দুই স্কুল পড়ুয়া। সুইসাইড নোটের লেখা মিলিয়ে দেখতে হাতের লেখা বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিস। এই অভিযোগের ভিত্তিতে আলাদা একটি মামলা রুজু করতে চলেছে তারা।

.