রাজ্যপালের ভাষণের কড়া সমালোচনা বিরোধী দলনেতার
বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল এমকে নারায়ণনের ভাষণের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার বিরোধী দলনেতা জানান, কৃষকের আত্মহত্যা, রাজনৈতিক হিংসা, গণমাধ্যম আক্রান্ত, নারীর মর্যাদার মতো বিষয়গুলি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন রাজ্যপাল।
বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল এমকে নারায়ণনের ভাষণের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার বিরোধী দলনেতা জানান, কৃষকের আত্মহত্যা, রাজনৈতিক হিংসা, গণমাধ্যম আক্রান্ত, নারীর মর্যাদার মতো বিষয়গুলি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন রাজ্যপাল।
এদিন বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে ভাষণে পাহাড় ও জঙ্গলমহল পরিস্থিতির উন্নতিতে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। রাজ্যপালের ভাষণের বিষয়ে বিরোধী দলনেতার অভিযোগ, সব জায়গায় আক্রান্ত হচ্ছে গণতন্ত্র। বাম নেতা কর্মীরা আক্রান্ত। প্রদীপ তা, কমল গায়েন হত্যা সহ একটি ঘটনারও উল্লেখ নেই রাজ্যপালের ভাষণে। তিনি বলেন, ``মুখ্যমন্ত্রী রেলকে তো আইসিইউ-তে পাঠিয়েছেন। এবার রাজ্যকেও পাঠাবে।`` রাজ্যপাল বাজেট বক্তৃতায় যা যা পাঠ করলেন, তা তাঁর ইচ্ছের বিরুদ্ধে বলানো হয়েছে বলেও অভিযোগ সূর্যকান্ত মিশ্রের।