কলকাতা পুরসভার সঙ্গে সংঘাতে টাটারা

তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনল টাটারা। টাটা মেটালিক্স কুবোটা পাইপস লিমিটেডের অভিযোগ, কলকাতা পুরসভা তাদের ডিআই পাইপে টেন্ডারে অংশগ্রহণ করার জন্য নতুন কিছু শর্ত আরোপ করেছে।

Updated By: Oct 15, 2011, 11:38 AM IST

তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনল টাটারা। টাটা মেটালিক্স কুবোটা পাইপস লিমিটেডের অভিযোগ, কলকাতা পুরসভা তাদের ডিআই পাইপে টেন্ডারে অংশগ্রহণ করার জন্য নতুন কিছু শর্ত আরোপ করেছে। নতুন শর্ত আরোপ করার ফলে দেখা যাচ্ছে, শুধুমাত্র দুটি সংস্থা অংশগ্রহণ করতে পারবে। তাত্‍পর্যপূর্ণভাবে সেই দুটি সংস্থাই আসলে একই মালিকের। এক, টানা তিন বছর একশো কোটি টাকার টার্ন ওভার থাকতে হবে এবং দুই, রাজ্য সরকারের ন্যুনতম একজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদমর্যাদার অফিসারের শংসাপত্র লাগবে। যে শংসাপত্রে উল্লেখ থাকতে হবে, গত তিন বছর ধরে সংস্থাটির সরবরাহ করা ডিআই পাইপের গুনগত মান অক্ষুন্ন রয়েছে। টাটাদের বক্তব্য, এই দুই শর্তের ফলে নতুন কোনও কোম্পানি টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না। অথচ, অত্যন্ত উন্নত মানের ডিআই পাইপ তৈরি করার জন্য খড়গপুরে স্টেট অফ দ্য আর্ট কারখানা বানিয়েছে টাটা গোষ্ঠী। তাদের এও অভিযোগ, একই মালিকানাভুক্ত দুটি সংস্থা ছাড়া আর কেউই টেন্ডারে অংশগ্রহণ করতে পারেনি। স্বভাবতই অংশগ্রহণকারী দুটি সংস্থার মধ্যে যেটিই বরাত পাক না কেন, তা যাবে একজন নির্দিষ্ট মালিকের কাছে।গোটা ঘটনাটি কলকাতা পুরসভার আধিকারিকদের নজরে এনেছেন টাটারা। চিঠি দিয়েছেন রাজ্যের অর্থসচিব সি এম বাচোয়াতকে।

.