দাবি না মানলে পয়লা সেপ্টেম্বর থেকে লাগাতার চাক্কাজ্যামের ডাক দিলেন ট্যাক্সিচালকরা

Updated By: Aug 28, 2014, 10:00 PM IST
দাবি না মানলে পয়লা সেপ্টেম্বর থেকে লাগাতার চাক্কাজ্যামের ডাক দিলেন ট্যাক্সিচালকরা

পয়লা সেপ্টেম্বর থেকে লাগাতার চাক্কা জ্যামের ডাক দিলেন ট্যাক্সিচালকরা। দাবিদাওয়া মেনে নেওয়ার জন্য পরিবহণ দফতরকে ৩১শে অগাস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। তারমধ্যে দাবি পূরণ না হলে শহরের ট্যাক্সি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার হুমকি দিয়েছেন তারা। ভোগান্তির শেষ নেই শহরবাসীর। বৃহস্পতিবার দিনভর ট্যক্সিচালকদের পরিবহণ ভবন অভিযানের জন্য শহর ছিল ট্যাক্সিশূণ্য। দাবি পূরণ না হওয়ায় সেই কর্মসূচিকে এবার আরও বড় রূপ দিতে চলেছেন ট্যাক্সিচালকরা। প্রগ্রেসিভ ট্যাক্সিমেনস ইউনিয়ন ছাড়া বাকি ৭টি ট্যাক্সি সংগঠন সেপ্টেম্বরের শুরু থেকে লাগাতার চাক্কা জ্যামের হুমকি গিয়েছেন।

ঘোষিত কর্মসূচি মেনে বেলা তিনটেয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করেন হাজার পাঁচেক ট্যাক্সিচালক। মিছিল পৌছয় আর এন মুখার্জি রোডে পরিবহণ ভবনের সামনে। সাতটি সংগঠনের সাত প্রতিনিধি পরিবহণ দফতরে স্মারকলিপি দিতে ঢোকেন। দাবিগুলির মধ্যে রয়েছে...

১) রিফিউজালের জরিমানা ৩০০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা।
২) ৭ই অগাস্ট ধর্মঘটের দিন গ্রেফতার হওয়া ২৫ জন ট্যাক্সিচালকদের বিরুদ্ধে সরকারি মামলা প্রত্যাহার করা।
৩) জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাক্সির ভাড়া বৃদ্ধি।
এবং
৪) বৃহস্পতিবার পরিবহণ ভবন অভিযানে আসার পথে গ্রেফতার হওয়া ১২ জন ট্যাক্সিচালকের মুক্তি।

 

.