আদালতে পরিবহন মন্ত্রী, রাজ্য জুরে আজ ট্যাক্সি ধর্মঘট

Updated By: Dec 19, 2014, 10:04 AM IST
আদালতে পরিবহন মন্ত্রী, রাজ্য জুরে আজ ট্যাক্সি ধর্মঘট

ভাড়া বৃদ্ধি সহ ছ'দফা দাবিতে আজ রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট। ফলে সকাল থেকেই ট্যাক্সি নেই শহরের রাস্তায়।  ট্যাক্সি নেই শিয়ালদহ, হাওড়া বা ধর্মতলাতেও। চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।

ধর্মঘটে সামিল হয়েছে ট্যাক্সি মালিক ও চালকদের মোট ৮টি সংগঠন। গত ২২ সেপ্টেম্বর শেষবার ধর্মঘটে গিয়েছিলেন ট্যাক্সি মালিক ও চালকরা। কিন্তু পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপে ধর্মঘট স্থগিত হয়। গত ১২ ডিসেম্বর গ্রেফতার হয়েছেন পরিবহন মন্ত্রী। সিবিআই হেফাজত শেষে আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হবে। মদন মিত্রের গ্রেফতারির মধ্যেই আজ ধর্মঘটে ট্যাক্সি চালকরা। মদনের গ্রেফতারি নিয়েও দ্বিধাবিভক্ত ট্যাক্সি সংগঠন।

পরিবহণমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে গত শুক্রবার থেকে বারবার পথে নেমেছেন মদন অনুগামীরা। তামাম কলকাতা জুড়ে বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রতিদিন ধর্নার ডাক দেওয়া হয় ধর্মতলাতেও। তবে কাজের দিনে শাসকদলের ধরনা মিছিলে যোগ দেওয়া নিয়ে দ্বিধাভিভক্ত ছিলেন ট্যাক্সি চালকরা।

.