টেট কেলেঙ্কারি খতিয়ে দেখার আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ ঘণ্টায় ফাঁস প্রাথমিক পরীক্ষায় বেনিয়ম আর তৃণমূলের দুর্নীতি। প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নিয়ে নানা বেনিয়মের অভিযোগ। জল গড়িয়েছে আদালতেও। কতটা স্বচ্ছ টেট পরীক্ষা? ২৪ ঘণ্টার স্টিং অপারেশন। পাস করলেও বাতিল ইন্টারভিউ।
২৪ ঘণ্টায় ফাঁস প্রাথমিক পরীক্ষায় বেনিয়ম আর তৃণমূলের দুর্নীতি। প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নিয়ে নানা বেনিয়মের অভিযোগ। জল গড়িয়েছে আদালতেও। কতটা স্বচ্ছ টেট পরীক্ষা? ২৪ ঘণ্টার স্টিং অপারেশন। পাস করলেও বাতিল ইন্টারভিউ।
খবর সপ্রচারিত হওয়ার পর ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "আমি সবে খবরটা পেলাম, খতিয়ে দেখব কেন উনি এমনটা বললেন।"
যাঁদের চাকরি পাওয়ার ন্যূনতম যোগ্যতা নেই, তাঁরাও টেটে চাকরি পেয়েছেন। ওপরতলার নেতারা জড়িত না থাকলে এমন দুর্নীতি সম্ভব নয়। টেট দুর্নীতি প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা সোমেন মিত্র।