IPL 2025 Auction: ছিলেন বিদেশের বিখ্যাত ফুটবল ক্লাবে! ৯.২৫ কোটিতে বিশ্বরেকর্ডধারী ভারতীয় মুম্বইয়ে...
Mumbai Indians Buys Deepak Chahar: চোট-আঘাত সারাতে প্রশিক্ষণ নিয়েছেন বিদেশের বিখ্যাত ফুটবল ক্লাবে! ৯.২৫ কোটিতে বিশ্বরেকর্ডধারী ভারতীয় পেসারকে নিল মুম্বই ইন্ডিয়ান্স
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় বসেছে দু'দিনের আইপিএল মেগা নিলামের (IPL 2025 Auction) আসর । ৫৭৪ জন ক্রিকেটার নিলামে। দু’দিনে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির দল নির্ধারণ হবে। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। ক্যাপড বিদেশি ১৯৩ জন ও আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। নিলামের প্রথম দিনেই ঝড় উঠে গিয়েছে। বিদেশি নয়, দেশি ক্রিকেটারদের নিয়েই চলেছে তুমুল কাড়াকাড়ি। দ্বিতীয় দিনেও শিরোনামে ভারতীয় ক্রিকেটাররাই। এবার নজর কাড়লেন দীপক চাহার (Deepak Chahar)। চোট-আঘাতের কারণেই প্রায় এক বছরের বেশি সময়ে জাতীয় দলের বাইরে তিনি। নিলামে চাহারকে ৯.২৫ কোটি টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের সঙ্গে এবার জুড়লেন এক সময়ে ভারতীয় দলের নিয়মিত পেসার।
আরও পড়ুন: বাংলার সম্পদ মুকেশ-আকাশ, দু'জনেই পেলেন বিপুল দাম! কোন দলের হয়ে খেলবেন আইপিএল?
চাহার আইপিএলের ডিজিটাল সম্প্রচারকারী চ্য়ানেলে বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্সে এসে দুর্দান্ত লাগছে। এক অসাধারণ ফ্র্যাঞ্চাইজি থেকে আরেক অসাধারণ ফ্র্যাঞ্চাইজিতে এলাম। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে, আমি কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চাই? আমার উত্তর হত মুম্বাই ইন্ডিয়ান্সই। কারণ আমি জানি তারা দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি। এবং মুম্বইয়ের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম আমার বোলিং শৈলীর জন্য একদম উপযুক্ত। সেখানে বল সুইং করে এবং সিম মুভমেন্ট পাওয়া যায়। আর যখনই আমি ওয়াংখেড়েতে খেলেছি, তখনই ভালো করেছি। আমি মুম্বইয়ের অংশ হতে পেরে সত্য়িই খুশি।'
২০২২ সালে চাহারকে চেন্নাই সুপার কিংস ১৪ কোটি টাকায় দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই মরসুমে একটি ম্য়াচও তিনি খেলতে পারেননি। চোটের কারণেই জাতীয় দলে জায়গা হারিয়ে ছিলেন। তবে আপাতত ফিট চাহার। ফিরেছেন ক্রিকেটে। তিনি চোটের প্রসঙ্গে বলেন, 'এখন সব ভালো। আইপিএলের পর আমি ইংল্য়ান্ডে গিয়েছিলাম। এক ফুটবল ক্লাবে প্রায় ১০ থেকে ১২ সপ্তাহের প্রশিক্ষণ নিয়েছি। খুবই পরিচিত ফুটবল ক্লাব। আমাদের প্রশিক্ষণের পদ্ধতিগুলি থেকে তাদের একেবারে আলাদা। আমি আলাদাই কিছু চেষ্টা করতে চেয়েছিলাম। এবং এই প্রশিক্ষণ আমাকে সাহায্য করেছে। এরপর আমি দেশে ফিরে রঞ্জি ট্রফি খেলেছি, পাঁচে ম্যাচে অনেক ওভার বল করেছি। আমি সত্যিই গত ছ'মাসে কঠোর পরিশ্রম করেছি।' চাহার কিন্তু বিশ্বরেকর্ডধারী ভারতীয়। পুরুষদের টি-২০ আই ক্রিকেটে সেরা বোলিং পরিসংখ্য়ানে একবার চোখ রাখলে দেখা যাবে, যে চাহার রয়েছেন তালিকায় চারে। ২০১৯ সালে নাগপুরে চাহার কামাল করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ৩.২ ওভার বল করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন মাত্র ৭ রান দিয়ে। দেখা যাক চাহার আইপিএলে আগুন জ্বালিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন কিনা!
আরও পড়ুন: রানিকে চুমুতে চুমুতে ভরালেন রাজা, নেটপাড়ায় যেন 'বসন্ত এসে গেছে'...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)