Sourav Ganguly: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপাচার্যের 'বাউন্সার', মুন্সিয়ানার সঙ্গে খেললেন সৌরভ

Sourav Ganguly: সৌরভ আরও বলেন, বিয়ের পর ডোনা এলেন। তবে তিনি খুব শান্ত স্বভাবের.....

Updated By: Feb 22, 2025, 11:52 PM IST
Sourav Ganguly: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপাচার্যের 'বাউন্সার', মুন্সিয়ানার সঙ্গে খেললেন সৌরভ

অরূপ লাহা: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের পড়ুযাদের সামনে বক্তব্য রাখছিলেন। বিভিন্ন বিষয় তাঁর কাছে তুলে ধরছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ। তবে আলোচনার তাল কাটে উপাচার্যের সৌরভকে করা একটি মন্তব্যে। একেবারে বাউন্সারের মতো ধেয়ে আসে ওই মন্তব্য।

আরও পড়ুন-ইংরেজদের ঐতিহাসিক রেকর্ডের প্ৰত্যুত্তরে ক্যাঙারুদের ‘হাউ ইজ দ্য জোশ'!

উপাচার্য বলেন, প্রত্যেক সফল পুরুষের উত্থানের পিছনে একজন মহিলার অবদান থাকে। সৌরভই বলতে পারবেন, তাঁর উত্থানের পিছনে একজন না একাধিক মহিলার ভূমিকা রয়েছে। উপাচার্যর কাছ থেকে ওই ধরণের মন্তব্য শুনে কিছুটা বিস্ময় প্রকাশ করেন সৌরভ। একাধিক মহিলার ভূমিকার কথা বলে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন তা উপাচার্যের কাছে জানতে চান সৌরভ। এরপরই বিষযটিকে লঘু করে দিয়ে সৌরভ বলেন, উপাচার্যের এই মন্তব্য শুনে পিছনের একজন তাঁর দিকে তাকিয়ে হাসছেন।

এরপর তিনি বলেন, যে কোনও মানুষকে সফল হতে গেলে নিজেকেই অনুপ্রাণিত করতে হয়। তবে, তাঁর জীবনে তিনজন মহিলা রয়েছেন। প্রথমে তাঁর মা। প্রত্যেকের কাছে মা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা সন্তানের
জন্য অত্যন্ত আবেগপ্রবণ। মা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মা সন্তানকে স্নেহ করেন। আমার মাও তাই। তবে, তিনি খুবই শাসন করতেন। তিনি চাইতেন ছেলে যেন পড়াশুনা করে। কিন্তু, বাবা ঠিক উল্টো। তিনি চাইতেন ছেলে খেলাধূলা করুক। কারণ তিনি ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরই মায়ের উদাহরণ টেনে তিনি বলেন, সোমবার মা তাঁকে ওজন বাড়ার জন্য খাওয়া কমানোর কথা বললেন। আবার শুক্রবার তিনি রোগা হয়ে যাওযার কথা বলে ঠিকমতো না খাওয়ার কথা বললেন।

সৌরভ আরও বলেন, বিয়ের পর ডোনা এলেন। তবে তিনি খুব শান্ত স্বভাবের। সব থেকে কঠিন শাসন করে আমার মেয়ে সানা। সে সবসময় আমার উপর নজর রাখে। আমাকে বিভিন্ন বিষযে শাসন করে। তার নজর এড়ানো খুবই মুশকিল। স্বাভাবিকভাবেই সৌরভের এই প্রশ্ন উপাচার্যের ইঙ্গিতের সম্পূর্ণ ভিন্নমুখী। ম্যান ম্যানেজমেন্টে দক্ষ সৌরভ উপাচার্যের আলটপকা মন্তব্যের জবাব অন্যভাবে দিযে শ্রোতাদের মন জয় করে নেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.