শ্রমিক স্বার্থের নামে যুযুধান তৃণমূলের দুই গোষ্ঠী

দুটি সংগঠনই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানে। অথচ শ্রমিক স্বার্থের নামে এখন যুযুধান দুই গোষ্ঠী। আর এই চাপানউতোরে ব্যাহত হচ্ছে তারাতলার বহুজাতিক সংস্থা এস্যাবের উত্‍পাদন। শ্রমিক স্বার্থে একদল লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। অন্য পক্ষের নেতা  ববি হাকিম। তবে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ববি হাকিমের কথা বলা হলেও, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানাচ্ছেন শ্রমিক সংগঠনের সঙ্গে ববির কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে তাঁর নিদান একটি সংস্থায় দলের একটিই সংগঠন থাকবে। 

Updated By: Oct 23, 2013, 10:26 PM IST

দুটি সংগঠনই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানে। অথচ শ্রমিক স্বার্থের নামে এখন যুযুধান দুই গোষ্ঠী। আর এই চাপানউতোরে ব্যাহত হচ্ছে তারাতলার বহুজাতিক সংস্থা এস্যাবের উত্‍পাদন। শ্রমিক স্বার্থে একদল লড়াই করছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। অন্য পক্ষের নেতা  ববি হাকিম। তবে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ববি হাকিমের কথা বলা হলেও, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানাচ্ছেন শ্রমিক সংগঠনের সঙ্গে ববির কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে তাঁর নিদান একটি সংস্থায় দলের একটিই সংগঠন থাকবে। 
বিতর্কের সুত্রপাত শ্রমিকদের বাড়তি ভাতা দেওয়া নিয়ে। শুরু থেকেই এই সংস্থা সরকার নির্ধারিত মাইনের বাইরেও কিছু টাকা দৈনিক ভাতা হিসেবে দিত।  তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শ্রমিকদের ন্যূনতম মাইনে প্রায় দ্বিগুণ করায় ওই দৈনিক ভাতা বন্ধ করে দেয় এস্যাব। এবং তা করা হয় তত্‍কালীন স্বীকৃত শ্রমিক সংগঠনের সঙ্গে চুক্তির ভিত্তিতে। এরপর থেকেই তৈরি হয় সমস্যা। তৃণমূলের এক গোষ্ঠী চায় ওই দৈনিক ভাতা ফিরিয়ে আনা হোক।
কিন্তু অপর গোষ্ঠী চুক্তি মেনেই উত্‍পাদন চালিয়ে যেতে চায়। এই চাপানউতোরেই আপাতত বন্ধ এস্যাবের উত্‍পাদন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় দু পক্ষই নিজেদেরকে তৃণমূলের শ্রমিক সংগঠন বলে দাবি করছে।
তৃণমূলের দুটি গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন। অথচ শীর্ষনেতা তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলছেন একটি সংস্থায় দলের একটিই সংগঠন থাকবে। সমস্যা যদি কিছু হয়ে থাকে তা মেটাতে হবে আলোচনার মাধ্যমেই।
এখন অপেক্ষা, কবে আলোচনার মাধ্যমে মেটে তৃণমূল শ্রমিক নেতাদের ক্ষমতা দখলের লড়াই।
 

Tags:
.