মুকুলের হাত ধরে সব্যসাচীরও ‘ঘর ওয়াপসি’? ঘনিষ্ঠ মহলে নীরবতা ভাঙলেন Sujit
কী বললেন বিধাননগরের বিধায়ক?
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের ‘ঘর ওয়াপসি’ হয়েছে। তবে কি এবার তৃণমূলে ফিরবেন মুকুলঘনিষ্ঠ সব্যসাচী দত্ত? যখন রাজনৈতিক মহলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন নীরবতা ভাঙলেন সুজিত বসু।
সূত্রের খবর, সব্যসাচীর দত্তের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছেন বিধাননগরের বিধায়ক। ঘনিষ্ঠদের কাছে সব্যসাচীকে দলে ফেরানো প্রসঙ্গে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। এই বিষয়ে দল তাঁর মতামত নিলে, শীর্ষ নেতৃত্বকেও একই কথা বলবেন বলে জানিয়েছেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে সব্যসাচীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বিধাননগরের বিধায়ক। তিনি নাকি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের ক্ষতি করার সব রকমের চেষ্টা করেছেন সব্যসাচী দত্ত। অশুভ শক্তির সঙ্গে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করেছেন তিনি। ফলে তাঁকে দলে ফেরানো ঠিক হবে না। এতে তাঁর আপত্তি রয়েছে।
আরও পড়ুন: তৃণমূলে ফিরেই BJP সাংসদ-বিধায়কদের ফোন Mukul-র, তোলপাড় গেরুয়াশিবিরে
আরও পড়ুন: ‘ধান্দাবাজি এবং ক্ষমতার স্বাদ নিতে দলবদল’, Dilip-এর নিশানায় Mukul
রাজনৈতিত মহলে সুজিত-সব্যসাচী বিরোধ সুবিদিত। একুশের বিধানসভা ভোটেও প্রতিদ্বন্দ্বী সুজিত বসুকে নিয়ে একাধিকবার তোপ দেগেছেন সব্যসাচী দত্ত। তবে ভোটের পরই ‘বেসুরো’ হয়েছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। বিজেপির লাইনের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দলে জমা পড়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। এই পরিস্থিতিতে মুকুল রায়ের তণমূলে প্রত্যাবর্তনের পর সব্যসাচী দত্তেরও শাসকদলে ফেরার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।