Republic Day 2025: দিল্লিতেও এবার 'লক্ষ্মীর ভাণ্ডার'! প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো..

পরপর তিন বছর বাতিল হয়ে গিয়েছিল। অবশেষে এবছর দিল্লি রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পেল বাংলার ট্যাবলো। থিম, 'লক্ষ্মীর ভাণ্ডার'।

Updated By: Jan 24, 2025, 10:05 PM IST
Republic Day 2025: দিল্লিতেও এবার 'লক্ষ্মীর ভাণ্ডার'! প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পরপর তিন বছর বাতিল হয়ে গিয়েছিল। অবশেষে এবছর দিল্লি রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পেল বাংলার ট্যাবলো। থিম, 'লক্ষ্মীর ভাণ্ডার'।

আরও পড়ুন:  Maha Kumbh Mela 2025 | Narendra Modi: দিল্লিতে বিধানসভা ভোটের দিনে মহাকুম্ভে মোদী!

ঘটনাটি ঠিক কী? হাত আর মাত্র ১ দিন।  আগামী রবিবার ২৬ জানুয়ারি। ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে প্রতিবছর দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ হয়। সেই কুচকাওয়াজ থাকে বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো। কিন্তু গতবার ছিল না বাংলার কোনও ট্যাবলো। কেন? ট্যাবলো সাধের 'কন্যাশ্রী' প্রকল্প তুলে ধরতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। যা খারিজ করে দেয় মোদী সরকারের প্রতিরক্ষামন্ত্রক। বস্তুত, বাদ পড়েছিল দিল্লি, পঞ্জাব, কেরালার ট্যাবলো।  

 ২০২০ এবং ২০২২ সালেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাজ্যের ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র। ২০২২ সালে 'নেতাজি' এবং 'আজাদ হিন্দ ফৌজ' থিমের বাংলার ট্যাবলো যুক্ত করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শেষ ২০১৯-এ দিল্লির  প্রজাতন্ত্র দিবসের (Republic Day)অনুষ্ঠান দেখা গিয়েছিল  বাংলার ট্যাবলো।

এ বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রতিরক্ষা মন্ত্রকের থিম স্বর্ণিম ভারত - ঐতিহ্য ও উন্নয়ন। বাংলার ট্যাবলোর সামনেই থাকছে ছৌ নাচের সাজে সিংহবাহিনী দুর্গার মূর্তি।এই দুর্গা মূর্তির সামনেই থাকছে লক্ষ্মীর ভান্ডারের প্রতীক হিসেবে বিরাট মাপের কলস। যার গায়ে বড় অক্ষরে লক্ষ্মীর ভান্ডার লেখা থাকবে। 

আরও পড়ুন:  Mumbai Shocker: বাইরে রাত কাটিয়ে 'ধর্ষণে'র শিকার, বাড়ির ভয়ে তরুণী নিজেই গোপনাঙ্গে ঢোকাল ছুরি-ব্লেড-পাথর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.