এবার অ্যাপেই মিলবে টয়লেট

অচেনা রাস্তায় বেরিয়েছেন। প্রয়োজন হয়ে পড়েছে বাথরুম যাওয়ার। এদিক ওদিক ঘুরেও হদিশ পাওয়া যাচ্ছে না বাথ্রুমের। কিন্তু হাতে মোবাইল থাকলে কুছ পরোয়া নেহি।

Updated By: Feb 25, 2016, 04:23 PM IST
এবার অ্যাপেই মিলবে টয়লেট

ওয়েব ডেস্ক: অচেনা রাস্তায় বেরিয়েছেন। প্রয়োজন হয়ে পড়েছে বাথরুম যাওয়ার। এদিক ওদিক ঘুরেও হদিশ পাওয়া যাচ্ছে না বাথ্রুমের। কিন্তু হাতে মোবাইল থাকলে কুছ পরোয়া নেহি। গাড়ি, বাড়ি, জামাকাপড় এসব কিছুর মতো এবার অ্যাপেই মিলবে বাথরুম। সম্প্রতি কলকাতা পুরসভা চালু করেছে KMC অ্যাপ। গত বছর মার্চ মাসে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই অ্যাপকে আরও আধুনিক করল কলকাতা পুরসভা। যেখানেই থাকুন না কেন এই অ্যাপ খুললেই মিলবে নিকটবর্তী শৌচাগারের হদিশ। শুধু অ্যাপই নয়, আধুনিক করা হয়েছে পুরসভার ওয়েবসাইটও। ।

পড়ূন ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকার নিচ্ছে নানান উদ্যোগ

.