নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কলকাতার সেন্ট অ্যান্ড্রুজ কলেজ চত্বর। পুলিস-ছাত্র সংঘর্ষের জেরে ২০ জন এসএফ আই কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মাথা ফেটে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর নাম কল্লোল রায়।

Updated By: Dec 13, 2011, 02:39 PM IST

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কলকাতার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ চত্বর। পুলিস-ছাত্র সংঘর্ষের জেরে ২০ জন এসএফ আই কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মাথা ফেটে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর নাম কল্লোল রায়।
আগামী ২৩ ডিসেম্বর কলেজের ছাত্র সংসদ নির্বাচন। আজ মনোনয়ন তোলার দিন। গতরাত থেকেই উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে বলে খবর পাওয়া গেছে। আজ সকাল থেকেই কলেজের দখল নেয় তৃণমূল ছাত্র সংসদ। এসএফ আই-এর অভিযোগ তাদের মনোনয়ন তুলতে বাধা দেয় টিএমসিপি। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পুলিস আসে এবং লাঠি চালায়। এসএফ আই অভিযোগ করেছে পুলিস নির্দিষ্ট করে তাদের ওপরেই লাঠিচার্জ করেছে।

.