Pratul Mukhopadhyay: গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়! ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন, হাসপাতালে ফোন মমতার....

Pratul Mukhopadhyay admitted in SSKM: কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের 'আমি বাংলার গান গাই' গেয়ে শুনিয়েছিলেন। প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটজনক। 

Updated By: Feb 11, 2025, 09:30 AM IST
Pratul Mukhopadhyay: গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়! ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন, হাসপাতালে ফোন মমতার....

অয়ন ঘোষাল: বিখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে দ্রুত। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক এলার্জি সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক। সোমবার বিধানসভা থেকেই ফোনে তাঁর শারীরিক অবস্থায় খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন, Kolkata Sports Film Festival: নন্দনে ফের ফিল্মোৎসব! ১৩ দেশের সিনেমা দেখুন ফ্রি-তে, রয়েছে দেবের সিনেমাও!

ইতিমধ্যেই গঠন করা হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করানো হয় প্রতুলকে। তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এর পর স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখেন। সোমবার বিধানসভার অধিবেশন শেষে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের ফোন করে প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তা-ই নয়, কবি-গায়কের স্বাস্থ্যের বিষয়ে আরও বিশদে জানার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালে পাঠান। তাঁরা প্রতুলের ডাক্তারের সঙ্গে দেখা করেন। পাশাপাশি, তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন চিকিৎসকদের সঙ্গেও। পরে তাঁরা মুখ্যমন্ত্রীকে ফোনে বিস্তারিত জানান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতুলের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

আরও পড়ুন, Pratul Mukhopadhyay: ICU-তে এখন সংজ্ঞাহীন! অত্যন্ত সংকটজনক প্রতুল মুখোপাধ্যায়...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.