নগর দায়রা আদালতে জামিনের আর্জি জানালেন বিক্রম চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক: নগর দায়রা আদালতে জামিনের আর্জি জানালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, মডেল সনিয়া সিংয়ের মৃত্যুর ঘটনায় তাঁকে বেশ কিছুদিন আগেই গ্রেফতার করেছে পুলিস। এর আগে অবশ্য, বিক্রম হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালে তা খারিজ হয়ে যায়। তারপরেই নগর দায়রা আদালতের দ্বারস্থ হন বিক্রম। চাইছেন, যাতে নগর দায়রা আদালত থেকে তিনি জামিন পান।
আরও পড়ুন ম্যাথু স্যামুয়েলের কাছে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন কাকলি ঘোষ দস্তিদার!
যদিও শেষ পর্যন্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত জামিন পাবেন কিনা, তা জানার জন্য সময় লাগবে আরও অন্তত ৭২ ঘণ্টা। কারণ, আগামী ২০ জুলাই নগর দায়রা আদালতে তাঁর আবেদনের শুনানি হবে।
আরও পড়ুন শরীরে বিঁধে রয়েছে আটটি সূচ, অবস্থা স্থিতিশীল না হওয়ার আগে করা যাবে না অস্ত্রোপচার