বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সফল করে দিল ভিভিআইপিদের উপস্থিতি

বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সফল করে দিল VVIP-দের উপস্থিতি। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আহ্বানে প্রায় সকলেই এলেন মিলন মেলায়। সেই নক্ষত্র সমাবেশেই মুখ্যমন্ত্রীর আহ্বান, বিনিয়োগ করুন বাংলায়। প্রায় একবছর আগে থেকে প্রস্তুতি। প্রত্যেক অতিথিকে ব্যক্তিগত ফোন। খুঁটিনাটি খুঁটিয়ে পরীক্ষা। বিমানবন্দরে ওয়েলকাম থেকে সম্মেলনস্থলে আপ্যায়ন।। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সফল করতে রীতিমতো পরিশ্রম করেছেন মুখ্যমন্ত্রী। তাঁকে নিরাশ করেনি শিল্পমহল। ভূটানের প্রধানমন্ত্রী। ব্রিটেনের মন্ত্রী। নেপাল, বাংলাদেশ সহ বাইশটি দেশের প্রতিনিধি। চার কেন্দ্রীয় মন্ত্রী। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ অম্বানি থেকে এসেল গ্রুপের  ড. সুভাষ চন্দ্র। রীতিমতো চাঁদের হাট  মিলনমেলায়। এই নক্ষত্র সমাবেশের কাছেই বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ভৌগলিক সুবিধা থেকে শুরু করে লগ্নিবান্ধব পরিস্থিতি সবই তুলে ধরলেন শিল্পোদ্যোগীদের সামনে। সস্তার শ্রমিক, উদ্বৃত্ত বিদ্যুত্‍, জমি ব্যাঙ্ক। মুখ্যমন্ত্রীর দাবি লগ্নির সেরা গন্তব্য এরাজ্যই। আশ্বাস দিয়েছেন, শিল্পস্থাপনে যে কোনও সহযোগিতার করবে রাজ্য। উদ্বোধনে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন যথেষ্টই সফল। সন্দেহ নেই। রাজ্যে লগ্নির পথ কতটা সুগম করবে এই সম্মেলন? উত্তর মিলবে ভবিষ্যতে।

Updated By: Jan 8, 2016, 09:38 PM IST
বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সফল করে দিল ভিভিআইপিদের উপস্থিতি

ওয়েব ডেস্ক: বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সফল করে দিল VVIP-দের উপস্থিতি। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আহ্বানে প্রায় সকলেই এলেন মিলন মেলায়। সেই নক্ষত্র সমাবেশেই মুখ্যমন্ত্রীর আহ্বান, বিনিয়োগ করুন বাংলায়। প্রায় একবছর আগে থেকে প্রস্তুতি। প্রত্যেক অতিথিকে ব্যক্তিগত ফোন। খুঁটিনাটি খুঁটিয়ে পরীক্ষা। বিমানবন্দরে ওয়েলকাম থেকে সম্মেলনস্থলে আপ্যায়ন।। বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সফল করতে রীতিমতো পরিশ্রম করেছেন মুখ্যমন্ত্রী। তাঁকে নিরাশ করেনি শিল্পমহল। ভূটানের প্রধানমন্ত্রী। ব্রিটেনের মন্ত্রী। নেপাল, বাংলাদেশ সহ বাইশটি দেশের প্রতিনিধি। চার কেন্দ্রীয় মন্ত্রী। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ অম্বানি থেকে এসেল গ্রুপের  ড. সুভাষ চন্দ্র। রীতিমতো চাঁদের হাট  মিলনমেলায়। এই নক্ষত্র সমাবেশের কাছেই বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ভৌগলিক সুবিধা থেকে শুরু করে লগ্নিবান্ধব পরিস্থিতি সবই তুলে ধরলেন শিল্পোদ্যোগীদের সামনে। সস্তার শ্রমিক, উদ্বৃত্ত বিদ্যুত্‍, জমি ব্যাঙ্ক। মুখ্যমন্ত্রীর দাবি লগ্নির সেরা গন্তব্য এরাজ্যই। আশ্বাস দিয়েছেন, শিল্পস্থাপনে যে কোনও সহযোগিতার করবে রাজ্য। উদ্বোধনে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন যথেষ্টই সফল। সন্দেহ নেই। রাজ্যে লগ্নির পথ কতটা সুগম করবে এই সম্মেলন? উত্তর মিলবে ভবিষ্যতে।

.