'সরকারি জায়গায় নয়, পেট্রোল পাম্পে Modi-র ছবি থাকতেই পারে'
শমীক ভট্টাচার্য তৃণমূলের উদ্দেশে পাল্টা তোপ দাগেন, "নির্বাচন বিধি লাগু হওয়ার পরেও বিভিন্ন সংস্থা থেকে চেক বিলি হয়েছে। বিভিন্ন ঘোষণা এখনও চলছে।"
নিজস্ব প্রতিবেদন : "পেট্রোল পাম্প কোনও সরকারি জায়গা নয়। সেটা নির্বাচনী বিধির আওতায় পড়ছে না। পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকতেই পারে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবির পরিপ্রেক্ষিতে নির্বাচনে কমিশনে আদর্শ আচরণ বিধি (MCC) ভঙ্গের অভিযোগ প্রসঙ্গে বললেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রসঙ্গত, এদিন নির্বাচন কমিশনের অফিসে গিয়ে বিজেপির বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ দায়ের করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
তৃণমূলের (TMC) অভিযোগ, আদর্শ আচরণ বিধি (MCC) লাগু হয়ে যাওয়ার পরও নানা কৌশলে সরকারি প্রকল্পের দোহাই দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি (BJP)। পাশাপাশি, এখনও বহু পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি রয়েছে। সেখানে ছবি থাকা মানে, পুনরায় আবারও সরকারিভাবে বিজেপি দলকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "পেট্রোল পাম্প কোনও সরকারি জায়গা নয়। সেটা নির্বাচনী বিধির আওতায় পড়ছে না। পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকতেই পারে।" পাশাপাশি, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) আদর্শ আচরণ বিধি ভঙ্গ নিয়ে তৃণমূলের উদ্দেশে পাল্টা তোপ দাগেন, "নির্বাচন বিধি লাগু হওয়ার পরেও বিভিন্ন সংস্থা থেকে চেক বিলি হয়েছে। বিভিন্ন ঘোষণা এখনও চলছে।" উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে বলবত্ হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি বা MCC।
আরও পড়ুন, Babul-Jitendra জুটির 'হাত ধরে' পদ্মে আসানসোলের ৩ কাউন্সিলর
একইসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ আরও দাবি করেন, উত্তরপ্রদেশের (UP) সঙ্গে পশ্চিমবঙ্গের (West Bengal) তুলনা 'সঠিক' নয়। কারণ তাঁর কথায়, উত্তরপ্রদেশের অবস্থা বাংলার চেয়ে ভালো। উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার মালদার গাজোলে পরিবর্তন যাত্রার (Poriborton Yatra) জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, "আমরা উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। কিন্তু বাংলায় কোনও আইনের শাসন নেই। বাংলায় অরাজকতা চলছে।"
আরও পড়ুন, 'ভূমিপুত্রকে প্রার্থী চাই', Goutam Deb-কে ইঙ্গিত করে পোস্টার, তুঙ্গে জল্পনা