WB School: স্কুলে এবার শিশু সংসদ, পড়ুয়াদের বিকাশে নয় উদ্যোগ রাজ্যের

স্কুল পড়য়ারা প্রতি বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে যায় প্রায় নিঃশব্দে। এদের কথা মাথায় রেখে এবার করা হবে নবীনবরণের ধাঁচে গ্রাজুয়েশন সেরিমনি। এনিয়ে ইতিমধ্যেই ১৩ দফা গাইডলাইন জারি করেছে শিক্ষা দফতর

Updated By: Oct 26, 2022, 04:43 PM IST
WB School: স্কুলে এবার শিশু সংসদ, পড়ুয়াদের বিকাশে নয় উদ্যোগ রাজ্যের

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: স্কুল শিক্ষায় বড়সড় উদ্যোগ রাজ্য সরকারের। স্কুলে এবার তৈরি হচ্ছে শিশু সাংসদ। মিড মে মিল থেকে স্কুলের উন্নয়ন সবটাই নজরে থাকবে শিশু সংসদের নজরে। কেন শিশু সংসদ তৈরির ভাবনা? শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুলের বিভিন্ন বিষয়ের সঙ্গে শিশুদের যাতে সক্রিয় যোগাযোগ থাকে সে দিকে তাকিয়ে এরকম একটি ভাবনা। পাশাপাশি, এই উদ্য়োগ শিশুদের মধ্যে একটি নেতৃত্বে দেওয়ার ক্ষমতা দেবে বলে মনে করছে সরকার।

আরও পড়ুন-চিটফান্ড মামলায় সিবিআই জালে রাজু ঘনিষ্ঠ ব্যবসায়ী

কীভাবে কাজ করবে এই শিশু সংসদ। শিশু সংসদ তৈরি হলে শিশুদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। যেমন কারও দায়িত্ব থাকবে স্কুলে যে মিড ডে মিল চালু রয়েছে তার উপরে নজর রাখা। সেই খাবার খেয়ে দেখে সে বলবে খাবার ঠিকঠাক রান্না হয়েছে কিনা। কাউকে দায়িত্ব দেওয়া হবে স্কুলের বাথরুম সাফ রয়ছে কিনা তা দেখা। কারও নজর থাকবে গোটা স্কুলের পরিচ্ছন্নতার উপরে। এইসব বিষয়গুলি সংসদের সদস্যরা জানাবে প্রধান শিক্ষককে। পাশাপাশি স্কুল পড়ুয়াদের প্রয়োজনে আর কী করা প্রয়োজন তাও শিক্ষকদের কাছে তুলে ধরবে সংসদ। অনেকটা ছাত্র সংসদের ধাঁচেই কাজ করবে শিশু সংসদ। আগামী শিক্ষাবর্ষ থেকে শিশু সাংসদ চালু করার চেষ্টা চলছে।

এদিকে, স্কুল পড়য়ারা প্রতি বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে যায় প্রায় নিঃশব্দে। এদের কথা মাথায় রেখে এবার করা হবে নবীনবরণের ধাঁচে গ্রাজুয়েশন সেরিমনি। এনিয়ে ইতিমধ্যেই ১৩ দফা গাইডলাইন জারি করেছে শিক্ষা দফতর। সূত্রের খবর, জানুয়ারির প্রথম সপ্তাহে ৩ জানুয়ারি গ্রাজুয়েশন সেরিমনি করার ভাবনা রয়েছে রাজ্য শিক্ষা দফতরের।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.