পেট্রোলের মূল্যবৃদ্ধি, রাজ্য জুড়ে আন্দোলনে বামেরা

পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন বামেরা। পেট্রোলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতি জেলায় প্রতিবাদ-আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু শুক্রবার একথা জানিয়েছেন।

Updated By: May 25, 2012, 03:14 PM IST

পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন বামেরা। পেট্রোলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতি জেলায় প্রতিবাদ-আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ৩১ মে রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করবে বামফ্রন্ট। হবে কেন্দ্রীয় সমাবেশ। ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু শুক্রবার একথা জানিয়েছেন।  
এছাড়াও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অভিযোগ করেন তেলের দাম বাড়ার ঘটনায় দায় এড়াচ্ছে কেন্দ্র। তাঁর দাবি, তেল সংস্থাগুলি যখন দাম বাড়ায়, তখন সরকারের সঙ্গে কথা বলেই বাড়ায়। তাই তেলের দাম নিয়ন্ত্রণে, তাঁদের কিছু করার নেই বলে কেন্দ্র যে যুক্তি দিচ্ছে, তা মানা যায় না।
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। শুক্রবার চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বামেরা। ইন্ডিয়ান অয়েল ভবনের সামনে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। আটক করা হয় ২৫ জন ডিওয়াইএফআই কর্মীকে। অন্যদিকে তামিলনাড়ুর  রাজ্য সম্পাদক ডি পান্দিয়ানের নেতৃত্বে সৈদাপেটে বিক্ষোভ দেখায় সিপিআইএম।

.