West Bengal-এ ২৭ মার্চ-২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
ভোটের ফল ঘোষণা ২ মে।
নিজস্ব প্রতিবেদন: নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ৮ দফায় ভোটগ্রহণের ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)।
মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) সুনীল আরোরা (Sunil Arora) ঘোষণা করলেন, ৮ দফায় ভোটগ্রহণ হতে চলেছে বাংলায়।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৭ মার্চ। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর (প্রথম ভাগ), বাঁকুড়া (প্রথম ভাগ), পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম।
দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। বাঁকুড়া (দ্বিতীয় ভাগ), পূর্ব মেদিনীপুর (দ্বিতীয় ভাগ), পশ্চিম মেদিনীপুর (দ্বিতীয় ভাগ), দক্ষিণ ২৪ পরগনা (প্রথম ভাগ)।
তৃতীয় দফায় ভোটগ্রহণ ৬ এপ্রিল। হাওড়া (প্রথম ভাগ), হুগলি (প্রথম ভাগ), দক্ষিণ ২৪ পরগনা (দ্বিতীয় ভাগ)।
চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল। হাওড়া (দ্বিতীয় ভাগ), হুগলি (দ্বিতীয় ভাগ), দক্ষিণ ২৪ পরগনা (তৃতীয় ভাগ), আলিপুরদুয়ার ও কোচবিহার।
পঞ্চম দফার ভোটগ্রহণ ১৭ এপ্রিল। উত্তর ২৪ পরগনা (প্রথম ভাগ), নদিয়া (প্রথম ভাগ), পূর্ব বর্ধমান (প্রথম ভাগ), দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।
ষষ্ঠ দফায় ভোটগ্রহণ ২২ এপ্রিল। উত্তর ২৪ পরগনা (দ্বিতীয় ভাগ), নদিয়া (দ্বিতীয় ভাগ), পূর্ব বর্ধমান (দ্বিতীয় ভাগ) ও উত্তর দিনাজপুর।
সপ্তম দফায় ভোটগ্রহণ ২৬ এপ্রিল। মালদহ (প্রথম ভাগ), মুর্শিদাবাদ (প্রথম ভাগ), কলকাতা দক্ষিণ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর।
অষ্টম দফায় নির্বাচন ২৯ এপ্রিল। মালদহ (দ্বিতীয় ভাগ), মুর্শিদাবাদ (দ্বিতীয় ভাগ), বীরভূম ও কলকাতা উত্তর।
Bengal to see 8-phase elections. 1st phase of polling on Mar 27, second phase of polling on Apr 1, third phase of polling on Apr 6, fourth phase of polling on Apr 10, fifth phase of polling on Apr 17, sixth phase polling on Apr 22, seventh phase-Apr 26, final phase polling-Apr 29 pic.twitter.com/F5UQDcPUpW
— ANI (@ANI) February 26, 2021
ভোটের ফল ঘোষণা ২ মে।
আরও পড়ুন- যদি কিছুক্ষণের জন্যও আসেন, বুদ্ধদেবকে ব্রিগেডে পেতে আকুল সিপিআইএম